কিশামত দশগ্রাম, ২৭ আগস্ট: সারা রাজ্যজুড়ে শুরু হয়েছে নির্মল বিদ্যালয় সপ্তাহ পালন অভিযান। বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হবে সাতদিন ব্যাপী এই অভিযান। এই উদ্দেশ্যে আজ সপ্তাহের প্রথম দিন দিনহাটা ২নং ব্লকের দক্ষিণ কিশামত দশগ্রাম নিউ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্ল্যাকার্ড হাতে একটি শোভাযাত্রা করে। প্রতিটি প্ল্যাকার্ডে স্বাস্থ্য সতর্কীকরণ বিষয়ক লেখা ছিল। সঙ্গে তারা স্লোগান দিচ্ছিলো " যত্র তত্ৰ নোংরা নয়, কমবে দূষণ রোগের ভয়", "আমাদের অঙ্গীকার, নির্মল কোচবিহার" ইত্যাদি।
      শোভাযাত্রা শেষে তারা স্বাস্থ্যবিধান গান করে ও স্বাস্থ্য বিষয়ক শপথ বাক্য পাঠ করে। এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সৈকত সরকার মহাশয় ছাত্রছাত্রীদের স্বাস্থ্য রক্ষার গুরুত্ব, নিরমলতার গুরুত্ব আলোচনা করেন। খাওয়ার আগে ও পরে হাত ধোয়ার নিয়ম, বিদ্যালয়, নিজ বাসভবন ও তার আশেপাশের জায়গার পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে ছাত্রছাত্রীদের ভূমিকা আলোচনা করেন।