প্রীতম দাস, ২৭ আগস্টঃ  
আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কে পাশে বসিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পের মুখ থেকে বলিয়ে নিলেন যে কাশ্মীর নিয়ে যেই সমস্যা সেটা পাকিস্তান আর ভারতের দুই দেশের বিষয় সেটি দুই দেশ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করে নিবে এতে বাইরের তৃতীয় কোন দেশ হস্তক্ষেপ করবে না। এর পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মন্তব্য করেন যদি কোন দেশ তাদের পাশে না থাকে তাহলে তারা একাই যুদ্ধে নামবে এমন কি পরমানু যুদ্ধের হুমকি দেন।
জম্মু ও কাশ্মীরের বিষয়কে দ্বিপাক্ষিক ইস্যু বলে ইঙ্গিত করে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  বললেন, ভারত ও পাকিস্তান আগের মতোই নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারবে। ফ্রান্সে G7 (G7 Summit) সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “গতরাতে আমরা কাশ্মীর নিয়ে কথা বলেছি”। জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি এবং বাণিজ্য ছিল দুই রাষ্ট্রনেতার আলোচনার অন্যতম বিষয়।এর আগে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতিতে “মধ্যস্থতা” করার কথা বলেছিলে সেখানকার পরিস্থিতি “বিস্ফোরক” বলে মন্তব্য করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী মোদি বলেন, “ভারত ও পাকিস্তানের অনেক দ্বিপাক্ষিক বিষয় রয়েছে, এবং আমরা তৃতীয় কোনও দেশকে চাই না। আমরা এটা দ্বিপাক্ষিকভাবে আলোচনা এবং মিটিয়ে ফেলতে পারি”। তিনি আরও বলেন, “আমাদের দুই দেশের কল্যাণের জন্য একসঙ্গে কাজ করা উচিত ভারত ও পাকিস্তানের”।

[ ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত।]