পরাগ
অনিমেষ সরকার


প্রতিমুহূর্তেই আমার ভালোবাসা পায়
রোদ মাখা জীবন আলোর ঝঙ্কার সমস্তটাই
তোমার সামনে এসে দাঁড়ালে আরও কয়েকগুণ বেড়ে যায়।

তোমার চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতেই আমার গোসাই হওয়ার সখ হয়
তোমার চাওনির দিকে অগোছালো ভাবে যদি তাকাই
আমার প্রেমিক দুপুর ছুঁয়ে দেখে তোমাকে।

গ্রীন করিডোরের পথ দিয়ে নেমে এসেছে মূর্তি যাপনের সন্ধ্যা
তোমাকে ভেজাবো বলেই লালনের পেছন নিই
তোমার সমস্ত রাগের কাছে জরিমানা দিই।

এসো শেকল
আমাকে বাঁধো আরও আরও কাছে তোমার নিঃশ্বাস মেখে
ঘুরে বেড়াই জড়িয়ে পড়ি অনন্ত বাঘের গর্জনে।

আমার বিকেলের স্তব্ধ প্রেমেও তোমাকে চাই
তোমার   অবেলায় মুঠো ছাই নিয়ম করে চোখ রাখা সবটাই আমার প্রেমের কাব্য লেখে।

এই যে অ্যালিবাই আছে তোমার গলার আওয়াজে রোজ নিজেকে মেখে শুদ্ধ করে তোলা

তোমার প্রেমের আবহাওয়াটাই আমার খুব প্রিয়
যতটা গভীরে মূর্তি এক আকাশ ইনব্রাইট ভবিষ্যৎ লেখে
তোমাকে ভালোবেসে মিশে যাই পাহাড় চিড়ে বেরিয়ে আসা অদ্ভুত আধোআলো ডাকে ।

এসো প্রেম এসো পবিত্র হয়ে থাকি
এসো !
আরও কাছে
সাক্ষী থাকুক তোমার আমার গোলাপী সন্ধ্যের পৃথিবী...
মনে রেখো এই প্রেম একমাত্র  শান্তি ফেরাতে পারে...