সংবাদ একলব্য, ৯ অগাস্ট : গত বছরে মতো এই বছরেও বন্যার কবলে কেরল। এক বছর ঘুরতেই ফের একবার ওয়েনাড় জলপ্লাবিত । ফের একবার ভারী বর্ষায় গোটা কেরল বন্যার আশঙ্কার ছবি প্রকট হচ্ছে।
শুধু কেরল নয়, কয়েক মাস আগে তামিলনাড়ুতে জল সংকট দেখা গিয়েছিল, সেই তামিলনাড়ু এবার বানভাসী হওয়ার জন্য প্রহর গুনছে।
গোটা দক্ষিণ ভারত জুড়ে এপর্যন্ত বন্যায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনের। বৃষ্টির ভয়াবহ তান্ডবে একাধিক জায়গায় ভূমিধসের খবর উঠে আসছে। প্লাবনের জেড়ে বহু ট্রেনের গতিপথের সমস্যা হয়েছে। এর সঙ্গে ঝোঠা হাওয়া বিভিন্ন জায়গায় রেল স্বাভাবিক জীবনযাত্রা নষ্ট  করে দিয়েছে। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্থ কেরলের ওয়েনাড। সেখানে ভূমিধসের জেরে বিভিন্ন মন্দির, চার্চ, ঘরবাড়ি ভেঙ্গে পড়ার খবর উঠে আসছে।