সংবাদ একলব্য, ৮ আগস্টঃ ১৪ আগস্ট রাজ্যজুড়ে পালিত হবে কন্যাশ্রী দিবস। রানাঘাটের লতাকন্ঠি রানু মণ্ডলকে কন্যাশ্রী দিবসে আমন্ত্রণ জানালেন বিডিও। রানাঘাট-২ ব্লকের বিডিও খােকন বর্মন রানুদেবীকে ওইদিন মঞ্চের গান করারও অনুরােধ জানিয়েছেন। বিডিও বলেন, আমরা তাঁকে সেদিন সংবর্ধনা | দেওয়ার ব্যবস্থা করেছি। পাশাপাশি তাঁকে গান করার জন্যও অনুরােধ করা হয়েছে। রানু মণ্ডল বলেন, "উনি আমাকে গান করতে বলেছেন।আমি অবশ্যই সেখানে গিয়ে গান করব।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊