সংবাদ একলব্য, ৮ই জুলাই: কাশ্মীর ইস‍্যুকে কেন্দ্র করে অনির্দিষ্ট কালের জন‍্য ভারত-পাকিস্তান যোগাযোগ রেল ব‍্যবস্থা সমঝোতা এক্সপ্রেস বন্ধ করে দিল পাকিস্তান। পাকিস্তানের এক সংবাদ মাধ‍্যমে সূত্রে জানা যায়, আন্ত‍র্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন পাকিস্তান সরকার কাশ্মীর ইস‍্যুতেই প্রতিবাদ স্বরুপ এই রেল ব‍্যবস্থা বন্ধ করছেন। তাছাড়াও, পাকিস্তান সরকারের বিরোধীতা মজবুত করতে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। চলতি বছরে ঘটে যাওয়া পুল ওয়ামা হামলার পর দুদেশের সম্পর্কে তিক্ততা বেড়ে উঠেছে। এর ফলে প্রায় দুমাস বন্ধ ছিল সমঝোতা এক্সপ্রেস। এবার আর একবার বন্ধ হলো। 
লাহোর থেকে আটারি পর্যন্ত এই ট্রেন বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ পাকিস্তান থেকে ছাড়ার কথা ছিল। তবে পাক রেলওয়ের অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার জানিয়েছেন, 'নিরাপত্তার কথা মাথায় রেখে এই ট্রেন আপাতত বন্ধ রাখা হচ্ছে। সিমলা চুক্তি মেনে ১৯৭৬ সালের ২২ জুলাই দু দেশের মধ্যে চালু হয়েছিল এই ট্রেন।