আরিফ হোসেন, ওকড়াবাড়ী, ৮ জুলাইঃ ওকড়াবাড়ী অঞ্চলের ছোটো ফলিমারী গ্রামের একটি রাস্তার  বেহাল দশা। যে রাস্তাটি দিয়ে বেশ কিছু মানুষ যাতায়ত করে। রাস্তাটি দিয়ে ফলিমারী থেকে অতি অল্প সময়ে গোবড়াছড়া যাওয়া যায়। অনেকেই এই পথ ব‍্যবহার করে থাকেন। এই পথ রাস্তার বিভিন্ন অংশ অতিবৃষ্টিতে সংলগ্ন চাষযোগ‍্য জমির জল দিয়ে ডুবে যায়। রাস্তার একাধিক জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষার কোপে রাস্তা দিয়ে যাতায়ত করা মুশকিল হয়ে পড়ে। স্থানীয় জান্নাতুল ফিরদৌস জানান, এই রাস্তা সংস্কার নিয়ে গ্রাম পঞ্চায়েত ও প্রধানের কোনোরুপ হেলদোল নেই। প্রায় প্রতি বছ‍র বর্ষায় আমাদের অনেক কষ্ট করে যাতায়ত করতে হয়। তাই বেহাল এই রাস্তার সংস্কারের দাবি উঠছে। গ্রামের লোকজন এ বিষয়ে কিছুটা ক্ষিপ্ত বলে জানা যায়।