Latest News

6/recent/ticker-posts

Ad Code

ইমরান খানকে উদ্ধার করলো ভারতীয় মৎস্যজীবীরা

Sangbad Ekalavya: 

গত মাসেই টানা পাঁচ দিন সমুদ্রে ভেসে থেকে সবাইকে চমকে দিয়েছিলেন কাকদ্বীপের মৎস্যজীবী রবীন্দ্রনাথ দাস। তাঁকে উদ্ধার করেছিলেন বাংলাদেশি মৎস্যজীবীরা। এইবার গভীর সমুদ্র থেকে বাংলাদেশি নাবালককে উদ্ধার করলেন ভারতীয় মৎস্যজীবীরা। তিন দিন ধরে ওই নাবালক জলে ভেসে ছিল বলে দাবি করেছে সে।

উদ্ধার হওয়া কিশোর জানিয়েছে, তার নাম ইমরান খান। বাবার নাম ইসমাইল খান। নিবাস বাংলাদেশের পাথরঘাটা থানা এলাকার বরগুনার চরের ঘোরানি গ্রাম। দিন কয়েক আগে ১২ জন মৎস্যজীবীর সঙ্গে ইমরান নামের ট্রলারে মাছ ধরতে বেরিয়েছিল সে। সমুদ্রে বালতি ফেলার সময় ভারসাম্য হারিয়ে জলে পড়ে যায় সে। সেই থেকে ২ দিন ১ রাত লাগাতার জলে ভেসে ছিল কিশোরটি। 

উদ্ধারকারী ট্রলারের মাঝি মনোরঞ্জন দাস জানিয়েছেন, গত রবিবার রায়দিঘি থেকে ৩টি ট্রলার বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। গভীর সমুদ্রে কেউ একজন ভাসছে বলে মনে হয় তাঁর। কাছে গিয়ে তিনি দেখতে পান, ভাসছে এক কিশোর। সঙ্গে সঙ্গে তাঁকে ট্রলারে তুলে প্রাথমিক চিকিৎসা করা হয়।


(সংবাদ একলব্য এই  সংবাদ সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code