সংবাদ একলব্য, ২৭ আগস্টঃ বাসন্তীরহাট পঞ্চ বার্ষিকি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল শুরু হয় EGRaN বিষয়ক তিনদিনের কর্মশালা । তৃতীয় এবং চতুর্থ শ্রেণির পিছিয়ে পড়া ছাত্রদের মূলত তিনটি ধাপে উন্নত করে তোলার যে প্রক্রিয়া সেটিই এই কর্মশালার মূল বিষয়। 
দিনহাটা ১ নং চক্রের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষক মহাশয়রা এই ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহন করেন। শিক্ষক হিমাদ্রী রায় জানিয়েছেন-' মূলত বাংলা এবং গণিত বিষয়ে যে সকল ছাত্র-ছাত্রী পিছিয়ে রয়েছে, তাদের কীকরে উন্নতি ঘটানো সম্ভব, সেই বিষয়েই এই তিনদিনের কর্মশালা।'