শুভাশিস দাশ : মদন দা নেই ! একথা ভাবতেই পারছি না । দিনহাটার অন্যতম নাট্য ব্যক্তিত্ব এই মদন রায় । সদালাপী একজন সংস্কৃতির কর্মীকে এভাবে হারাতে হবে তা সত্যিই ভাবা যায়নি । রাস্তায় দেখা হলেই কথা না বলে যাবার উপায় ছিল না । দিনহাটা প্রগতি নাট্য সংস্থার হয়ে একসময় অনেক নাটকে অভিনয় করেছেন । শুধু অভিনেতা ছিলেন না, ছিলেন একজন নাট্যকারও তাঁর রচনায় বহু নাটক মঞ্চস্থ হয়েছে উত্তরের অনেক বড় বড় নাট্য মঞ্চে । তাঁর মৃত্যুতে দিনহাটার সংস্কৃতি জগতের ক্ষতি হলো যা সহজে পূরণ হবার নয় ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊