সংবাদ একলব্য,২১অগাস্টঃভারতের ছাত্র ফেডারেশন দিনহাটা কলেজ ইউনিট, দিনহাটা কলেজে বিগত কয়েক বছর ধরে অস্বাভাবিক হারে সেমিস্টার ফিস বৃদ্ধি  করে অবিলম্বে সেমিস্টার ফিস কমানোর দাবি জানিয়ে আসছে বিগত ৪ মাস ধরে। বারংবার কলেজ কর্তৃপক্ষ কে লিখিত আকারে  ছাত্র ছাত্রী দের এই সমস্যার কথা জানিয়েছে। কিন্তু কলেজ কর্তৃপক্ষ তাদের দাবি তে কোনো রকম কান না দিয়ে হঠাৎ করে সেমিস্টার ফি জমা দেয়ার তারিখ ঘোষনা করে দেয় ।  তাই তারা বিগত ১৬ই আগস্ট দিনহাটা কলেজে অধ্যক্ষের ঘরের সামনে অনির্দিষ্ট কালের অবস্থান বিক্ষোভে বসে। কিন্তু সেই দিন কলেজের স্থায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ কলেজে না থাকায় প্রশাসনের সর্বোচ্চ  স্তরের অনুরোধে তারা রাত ২টার সময় তারা তাদের অবস্থান বিক্ষোভ তুলে নেয় এবং প্রশাসনের সর্বোচ্চ স্তর এর কর্তাব্যক্তিরা তাদের সোম বার কলেজে স্থায়ী ভার প্রাপ্ত অধ্যক্ষের সাথে আলোচনা করতে বলেন। তারা গত সোমবার কলেজের স্থায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহাশয়ের সাথে কথা বলে তাদের দাবি পত্র লিখিত আকারে তার কাছে জমা দেয়। কিন্তু তারপরেও কর্তৃপক্ষের কাছ থেকে তারা কোনো সদর্থক ভূমিকা লক্ষ করছে না বলে অভিযোগ । তাই বাধ্য হয়ে আজ আবার দিনহাটা কলেজের অধ্যক্ষ মহাশয়ের ঘরের সামনে অনির্দিষ্ট কালের অবস্থান বিক্ষোভে বসে ভারতীয় ছাত্র ফেডারেশন এবং  দাবি জানায় অবিলম্বে সেমিস্টার ফিস জমা দেয়ার অনলাইন prosses বন্ধ করে আলোচনার মাধ্যমে সেমিস্টার ফিস ধার্য করা হোক।


কিন্তু অবস্থান আন্দোলন চলাকালিন তৃণমূলের বহিরাগত দুস্কৃতিরা ছাত্র ছাত্রীদের ওপর আক্রমণ করে বলে অভিযোগ ।দিনহাটা কলেজ ইউনিট এর কনভেনার কমরেড সঞ্জিব,কমরেড আব্দুল মালেক পাটোয়ারী, কমরেড ধ্রিতিমান দত্ত, কমরেড শুভঙ্কর দে, কমরেড শুভজিৎ দাস তৃনমূলের দুস্কৃতিদের হাতে আক্রান্ত হয়। সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরাও আক্রান্ত হয়। কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো রূপ ব্যাবস্থা গ্রহণ করা হয়নি। এই ঘটনার প্রতিবাদে ভারতের ছাত্র ফেডারেশন দিনহাটা মহকুমা শাসকের করণের সামনে বিক্ষোভ দেখায়। এরপর মহকুমা শাসকের কাছে ডেপুটেশনে দেওয়া হয়। অন্যদিকে সাংবাদিক নিগ্রহের ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা দিনহাটা কলেজে অবস্থানে বসে।