বিশ্বজিৎ বর্মন, ২১আগষ্টঃ রাজ্যের বিভিন্ন কলেজে পার্টটাইম, চুক্তি ভিত্তিক পূর্ণ সময়ের শিক্ষক ও অতিথি শিক্ষক এই তিন ধরনের নামে তারা কলেজে পড়ান।এই তিন ধরনের পদ তুলে দিয়ে ওই সব শিক্ষক শিক্ষিকাদের এবার " স্টেট এডেড কলেজ টিচার " (SACT) বলে গত সোমবার ঘোষনা করেছেন রাজ্যের মাননীয়া মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বিষয়টি ঘোষনা হওয়ার পর থেকেই গোটা রাজ্য জুড়েই জোট বেঁধে আন্দোলনে সামিল হয়েছেন রাজ্যের উচ্চ শিক্ষিত চাকুরি প্রার্থীরা। বাদ যায়নি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ও। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের পাঠরত ছাত্র ছাত্রী গবেষক ছাত্র ছাত্রীরা সরকারের এই তুঘলকি ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছেন । ছাত্র ছাত্রীদের অভিযোগ, বছরের পর বছর সরকার এই অতিথি শিক্ষকদের ঘারের ওপর ভর করেই কলেজ গুলিতে শিক্ষা ব্যবস্থা টিকিয়ে রেখেছে। তাদের এই রক্ত জল করা পরিশ্রমের বিনিময়ে 2-3 হাজার টাকার সামান্য পারিশ্রমিক সত্যিই পরিহাস যোগ্য। সরকার দ্বারা অতিথি শিক্ষকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত অবশ্যই গ্রহণযোগ্য । কিন্তু " স্টেট এডেড কলেজ টিচার " (SACT) পদকে স্থায়ী ভাবে নিয়োগ শুধুই অসাংবিধানিক নয় এটা লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীদের সাথে ঘোরতর অবিচার -
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊