শিবব্রত গুহ
কলকাতা

এখন ডিজিটাল ভারতের অগ্রগতি  চলছে গোটা ভারত জুড়ে। সবাই ডিজিটাল ইন্ডিয়া নিয়ে মেতে  রয়েছে। কিন্তু, একটা কথাকি আমরা  কখনো ভাবি, এই ডিজিটাল ভারতের জন্য আমাদের ব্যক্তি স্বাধীনতা বিপন্ন হচ্ছে।
আজ মানুষ যন্ত্রকে কেন্দ্র ক রে বেঁচে আছে। এই যন্ত্র মানুষকে তাদের দলদাসে পরিনত করেছে। অথচ আজ থেকে দশ, বিশ বছ র আগে, অবস্থাটা কিন্তু এরকম ছিল না। শুন তে খারাপ লাগলেও, এটা মানতেই হবে, ডিজিটাল ভারতের প্রভাবে, ঘরে ঘরে মনোরোগ বাড়ছে।
মানুষ আজ বড় একা। তাকে সঙ্গদেবার সঙ্গীর বড় অভাব আজকের দিনে। আমি মনেকরি, ডিজিটাল ভারত মানুষের পায়ে পড়িয়ে দিয়েছে পরাধীনতার শেকল।