কেশব ঘোষ, শান্তিনিকেতনঃ প্রতি বছরের মতো এই বছরেও বিশ্বভারতী আয়োজিত শ্রীনিকেতনে অনুষ্ঠিত হয়ে গেল হলকর্ষণ উৎসব। শান্তিনিকেতনের অদূরে ১৯৯২ সালে রবীন্দ্রনাথ স্থাপন করেন শ্রীনিকেতন। এর মূল লক্ষ্য ছিল গ্রামীণ মানুষের জীবন চর্চা ও কৃষিকাজের উন্নতি সাধন।পুত্র রথীন্দ্রনাথ কে বিলেতে পাঠান বিঙ্গান সম্মত উপায়ে উন্নত প্রযুক্তির পাঠ নিতে। সেই সঙ্গে শুরু হল কৃষি কাজে উৎসাহ দেবার কাজ ।
'আমরা চাষ করি আনন্দে '....কৃষককে চাষের কথা মনে করিয়ে দেয়। রবীন্দ্রনাথ ১৯২৮ সালে শ্রীনিকেতনে নিজে হাল চালিয়ে শুরু করেছিলেন হলকর্ষণ উৎসব। মন্ত্রচারণ করেছিলেন ক্ষিতিমোহন সেন । সেই দিন কে স্মরণ করে ২৩ শ্রাবণ চিরাচরিত প্রথা অনুসারে হলকর্ষন উৎসব পালন করে আসছে শ্রীনিকেতন। বেশ কিছু কৃষক কে উৎসাহিত করতে সংবর্ধনা ও গ্রামের কিছু মানুষের হাতে গাছের চারা বিতরণ করেন আগত প্রধান অতিথি বৃন্দ‌ও বিশ্বভারতীর উপাচার্য মহাশয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য, বিশেষ অতিথি বৃন্দ, শিক্ষার্থী, অধ্যাপক অধ্যাপিকা ও শিক্ষা কর্মী । শ্রীনিকেতন কে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।