সংবাদ একলব্যঃ ২৪ মে ২০১৯ঃ মিঠুন শর্মাঃ নিশীথ প্রামানিক জিততেই বুড়িরহাটে উদ্বোধন হলও বিজেপির পার্টি অফিস। একদিন শাসক দলের আক্রমনে ঘর ছাড়া হয়েছিলেন বিরেন রায়। তার বাড়ি ভেঙে তছনছ করে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে সেখানে বেশ কয়েকবার বিজেপির কার্যালয় তৈরীর চেষ্টা হলেও বার বার তা ভেঙে দেওয়া হয়।
বিরেন রায়ের বাড়ি
আজ সকালে বুড়িরহাট বাজারে বিজেপির পার্টি অফিসের উদ্বোধন করেন বীরেন রায়।