সংবাদ একলব্য,১০ আগস্টঃ
বিজেপির কাশ্মীরের রাজ্য সভাপতি রবীন্দ্র রায়না জানিয়েছেন আগামী ১৫ই আগস্ট গোটা উপত্যকায় দলের তরফে পালিত হবে ‘জশন-ই-আজাদি'। ইতিমধ্যই প্রস্তুতি সম্পন্ন। বিভিন্ন গ্রাম প্রধানদের কাছে এই উদযাপনের বার্তা পৌঁছেও দেওয়া হয়েছে।
দলের রাজ্য সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক অশোক কৌল মনে করেন জম্মু কাশ্মীরের প্রতিটা জেলা, মহল্লা ও পঞ্চায়েতে বিজেপির তরফে ‘জশন-ই-আজাদি' (Jashn-e-Azadi) পালন করা হবে। দল মনে করছে এতে সেখানকার মানুষের পাশে থাকার যেমন বার্তা দেওয়া যাবে, তেমনই বিরোধীদেরও অনেক জবাব দেওয়া সম্ভব।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊