মধুসূদন রায় ময়নাগুড়ি, ৫ অগাস্ট: উওরবঙ্গের শৈবতীর্থ জল্পেশ্বর ধামে পানীয় জল বিতরণ করলো প্রয়াস সাথী গ্রুপ । প্রয়াস গ্রুপের সভাপতি তমাল প্রধান জানান জল্পেশ শ্রাবণী মেলা উপলক্ষে বিভিন্ন রাজ্যের এবং রাজ্যের বাইরে বিভিন্ন কোন থেকে আসা লক্ষ লক্ষ  পূণ্যার্থীরা সমাগত হন। দীর্ঘ পথ অতিক্রম করে অনেকে ক্লান্ত হয়ে পড়েন। সেইসকল পূণ্যার্থীর হাতে লেবুর সরবত তুলে দিচ্ছি আমরা। জল্পেশ মহামায়ার মাঠে বিকেল ৩টা থেকে রাত ১০টা পযর্ন্ত জল দান কর্মসূচি চালু থাকেন বলেও তিনি জানান।