কেশব ঘোষ, শান্তিনিকেতন, ৮ আগস্টঃ আজ ২২ শ্রাবণ  'এবার দুঃখ আমার অসীম পাথার পার হল যে পার হল' গানের মধ্যদিয়ে  গৌরপ্রাঙ্গনে ভোরের বৈতালিক শুরু হয়। এই বৈতালিকের মধ্য দিয়ে বিশ্বকবির প্রয়াণ দিবসের সূচনা হল শান্তিনিকেতনে। এরপর সকাল সাতটায় উপাসনা গৃহে শুরু হয় উপাসনা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ সকল ছাত্র-ছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকা, কর্মিবৃন্দ ও আশ্রমিক। এছাড়াও বাইরে থেকে বহু মানুষের উপস্থিতি ছিল চোখে পড়বার মতন।