সংবাদ একলব্য’র উদ্যোগে, একলব্য প্রকাশনী এবং হীরক এন্টারপ্রাইজের আর্থিক সহযোগিতায়—
‘ডিজিটাল ভারত এবং স্বাধীনতা’ শীর্ষক গদ্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে অভিনন্দন । প্রত্যেক অংশগ্রহণকারীকে হীরক এন্টারপ্রাইজের পক্ষ থেকে মোবাইল রিচার্জ উপহার দেওয়া হবে। আমাদের বিচারকমণ্ডলীর সদস্য শ্রী শুভাশিস দাশ এবং শ্রী অভিজিৎ দাশের বিচার একত্রে করে এই ফলাফল ঘোষণা করা হচ্ছে। নিচের লিঙ্কে ক্লিক করে আপনাদের শংসাপত্র ডাউনলোড করে নিন।
তৃতীয় স্থান অধিকার করেছেন- Click Here
অংশগ্রহণের জন্য- Click Here
আগামীকাল হিরক এন্টারপ্রাইজের পক্ষথেকে আপনাদের পুরস্কৃত করা হবে। প্রত্যেককে অনুরোধ আপনাদের নাম, এবং একটি ভোডাফোন নাম্বার 9832417028 নাম্বারে whatsapp এ পুনঃরায় পাঠিয়ে দেবেন।
অংশগ্রহণের জন্য- Click Here
আগামীকাল হিরক এন্টারপ্রাইজের পক্ষথেকে আপনাদের পুরস্কৃত করা হবে। প্রত্যেককে অনুরোধ আপনাদের নাম, এবং একটি ভোডাফোন নাম্বার 9832417028 নাম্বারে whatsapp এ পুনঃরায় পাঠিয়ে দেবেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊