Latest News

6/recent/ticker-posts

Ad Code

Saraswati Puja Date & Time: সরস্বতী পূজা ২০২৬ এর তারিখ ও অঞ্জলির সময়

Saraswati Puja Date & Time: সরস্বতী পূজা ২০২৬ এর তারিখ ও অঞ্জলির সময়

সরস্বতী পূজার ফর্দমালা সরস্বতী পূজার ফর্দ saraswati puja fordo saraswati puja fordo in bengali saraswati puja farda সরস্বতী পূজার দশকর্মা ফর্দ সরস্বতী পূজার উপকরণ


বাঙালি হিন্দু সংস্কৃতিতে বিদ্যা ও সংগীতের দেবী মা সরস্বতীর আরাধনা এক উৎসবের রূপ নেয়। বেদে দেবী সরস্বতীকে জ্যতির্ময়ী অধিষ্ঠাত্রী দেবী হিসাবে মানা হয়। আর্যরা ব্রহ্মাবর্তে যে উপনিবেশ স্থাপন করেছিলেন সেখানকার মূল নদীটির নামও ছিলো সরস্বতী। নদীরূপে দেবী সরস্বতী দেশকে উর্বরা করতেন, জলকে পবিত্র করতেন। এমনকি দেশে অর্থ-সম্পদ আসতো এই দেবীর কৃপাতেই। বেদে কিন্তু দেবী সরস্বতীকে বাগদেবী হিসাবে পাওয়া যায়নি।

কিন্তু ব্রাহ্মণে এবং মহাভারতে উলেখ আছে যে এই সরস্বতী নদী তীরেই ঋষিদের বসস্থান ছিলো। প্রতিটাদিন এই নদীতীরে বেদধ্বনি করা হতো বলে এই স্থানকে বাগদেবীর বাসস্থান বলে অভিহিত করা হতো। পূর্বে তাই বাগদেবীকে বোঝাতে সরস্বতী নদীর অধিষ্ঠাত্রী দেবীকেও বোঝাত।

মূলত মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো হয়। বর্তমানে সমস্ত বিদ্যার দেবীরূপে দেবী সরস্বতীর পূজা-অর্চনা করা হয়। সকাল থেকেই উপোস থেকে সকলে বাগ্দে‌বীর উদ্দেশ্যে অঞ্জলি দেন। বিদ্যা, বুদ্ধি, জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে।

তারিখ ও তিথি

২০২৬ সালের সরস্বতী পূজা উদযাপিত হবে ২৩ জানুয়ারি, শুক্রবার (বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ৯ মাঘ, ১৪৩২)।

  • পঞ্চমী তিথি শুরু: ২৩ জানুয়ারি, ২০২৬ (শুক্রবার) — রাত ০২:২৮ মিনিটে।
  • পঞ্চমী তিথি শেষ: ২৪ জানুয়ারি, ২০২৬ (শনিবার) — রাত ০১:৪৬ মিনিটে।

যেহেতু ২৩ জানুয়ারি সারা দিনই পঞ্চমী তিথি বিরাজ করছে, তাই ওই দিনই শাস্ত্রীয় নিয়ম মেনে বাগদেবীর আরাধনা সম্পন্ন হবে।

অঞ্জলির শুভ সময় (মুহূর্ত)

সরস্বতী পুজোর প্রধান আকর্ষণ হলো পুষ্পাঞ্জলি। ২০২৬ সালে অঞ্জলি দেওয়ার জন্য বিশেষ শুভ সময় হলো:

  • পুষ্পাঞ্জলি ও পুজোর শ্রেষ্ঠ সময়: সকাল ০৬:৪৫ মিনিট থেকে দুপুর ১২:১০ মিনিট পর্যন্ত (স্থানভেদে সামান্য পরিবর্তন হতে পারে)।
  • বিহিত পূজা মুহূর্ত: মূলত সকাল ০৭:১৫ থেকে দুপুর ১২:৫০ মিনিটের মধ্যে পূজা ও অঞ্জলি সেরে নেওয়া সবথেকে ফলদায়ক বলে মনে করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code