ভোটার পরিচয় নিয়ে প্রশ্ন, এসআইআর শুনানিতে দুশ্চিন্তায় রাজকুমার পান্ডে
চাকদহ:-
চাকদহ বিধানসভার অন্তর্গত রাউতারি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা রাজকুমার পান্ডে ১২৪ নম্বর বুথের ভোটার। তিনি ১৯৯৫ সাল থেকে নিয়মিত ভোট দিয়ে আসছেন, যদিও ২০০২ সালে ভোটার তালিকায় তার নাম ছিল না। গতকাল তাকে এসআইআর শুনানির জন্য চাকদহ বিডিও অফিসে ডাকা হয়। শুনানিতে তিনি ভোটার কার্ড, আধার কার্ড, প্রাথমিক বিদ্যালয়ের সার্টিফিকেটসহ সমস্ত প্রয়োজনীয় নথি পেশ করেন।
কিন্তু নথিপত্র যাচাইয়ের পর কর্তৃপক্ষ জানিয়ে দেন, তার মায়ের সঙ্গে জন্মের ব্যবধান ছয় বছর হওয়ায় তাকে গ্রহণ করা যাবে না। এই সিদ্ধান্তে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে দাবি করেন এবং জানান, দুশ্চিন্তায় তার ঘুম উড়ে গেছে। তার বক্তব্য, তার পরিবার বিহারে ১৫০ বছরেরও বেশি সময় ধরে বসবাস করছে এবং বর্তমানে তিনি রাউতারি গ্রামে স্থায়ীভাবে থাকেন। এ অবস্থায় তিনি প্রশ্ন তুলেছেন—তাহলে কি তিনি ভারতীয় নন? এই প্রশ্নই তিনি নির্বাচন কমিশনের কাছে রেখেছেন।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊