অকাল নক্ষত্র পতন! প্রয়াত ‘পাতাললোক ২’ খ্যাত অভিনেতা ও ‘ইন্ডিয়ান আইডল ৩’-এর বিজয়ী প্রশান্ত তামাং
অসময়ে ফের নক্ষত্রপতন বিনোদন দুনিয়ায়। প্রয়াত হলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা প্রশান্ত তামাং। মাত্র ৪৩ বছর বয়সে রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ‘ইন্ডিয়ান আইডল সিজন ৩’-এর বিজয়ী হিসেবে দেশজুড়ে পরিচিতি পাওয়া প্রশান্ত সম্প্রতি ‘পাতাললোক ২’ ওয়েব সিরিজে অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, রবিবার সকাল আনুমানিক ৯টা নাগাদ নিজের বাসভবনেই অচৈতন্য অবস্থায় পাওয়া যায় তাঁকে। তড়িঘড়ি তাঁকে দিল্লির দ্বারকা এলাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, হঠাৎ হৃদযন্ত্র বিকল হওয়ার কারণেই মৃত্যু হয়েছে তাঁর। যদিও তাঁর কোনও গুরুতর অসুস্থতার পূর্ব ইতিহাস ছিল না বলে জানা যাচ্ছে।
মৃত্যুর কিছুদিন আগেই অরুণাচল প্রদেশে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রশান্ত তামাং। অনুষ্ঠান শেষ করে দিল্লিতে ফিরে আসার সময় পর্যন্ত তাঁর শরীরে কোনও অসুস্থতার লক্ষণ দেখা যায়নি বলে জানিয়েছেন ঘনিষ্ঠরা। আচমকা এই মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবার, অনুরাগী এবং সহকর্মীরা। কেন এত অল্প বয়সে এমন পরিণতি হল, তা নিয়ে প্রশ্ন উঠছে সর্বত্র।
১৯৮৩ সালের ৪ জানুয়ারি দার্জিলিংয়ে জন্ম প্রশান্ত তামাংয়ের। সেখানেই তাঁর শৈশব ও বেড়ে ওঠা। সংগীত জগতে পা রাখার আগে কলকাতা পুলিশে কর্মরত ছিলেন তিনি। সেই সময়েই গানের প্রতি তাঁর আগ্রহ ধীরে ধীরে পেশায় রূপ নেয়। সহকর্মীদের অনুপ্রেরণায় ‘ইন্ডিয়ান আইডল’-এর অডিশনে অংশ নিয়ে বদলে যায় তাঁর জীবন। প্রতিযোগিতায় জয়লাভের পর দেশজুড়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি।
গানের পাশাপাশি অভিনয়েও নিজের জায়গা করে নিতে চেয়েছিলেন প্রশান্ত। ‘পাতাললোক ২’-এ তাঁর অভিনয় প্রশংসিত হয়। যদিও কাজের সূত্রে মুম্বই যাতায়াত থাকলেও, পরিবার নিয়ে তিনি মূলত দার্জিলিংয়েই থাকতেন।
সংগীত ও অভিনয় দুই জগতেই সমানভাবে এগিয়ে যেতে চেয়েছিলেন প্রশান্ত তামাং। কিন্তু মাত্র ৪৩ বছর বয়সেই থেমে গেল তাঁর সুরের সফর। তাঁর অকালপ্রয়াণে শোকস্তব্ধ বিনোদন মহল।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊