Latest News

6/recent/ticker-posts

Ad Code

তৃণমূল থেকে কংগ্রেসে ফিরলেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নুর

তৃণমূল থেকে কংগ্রেসে ফিরলেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নুর

Mousam Benjir Noor


তৃণমূল থেকে কংগ্রেসে ফিরলেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নুর। ২০১৯-এ কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন মৌসম কিন্তু এবার ফের ঘরে ফিরলেন তিনি। শনিবার তিনি দিল্লির ২৪ নম্বর আকবর রোডে কংগ্রেস দফতরে গিয়ে আনুষ্ঠানিক ভাবে যোগ দান করলেন তিনি।

মৌসমের যোগদান কর্মসূচিতে দিল্লিতে উপস্থিত ছিলেন প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম আহমেদ মির, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং মালদহ দক্ষিণের কংগ্রেস সাংসদ তথা সম্পর্কে মৌসমের দাদা ইশা খান চৌধুরী।

জানা যাচ্ছে, রাজ্যসভার সাংসদপদ থেকেও ইস্তফা দেবেন তিনি। চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। মৌসম বলেন, ‘‘আমি বরকত (বরকত গনিখান চৌধুরী) সাহেবের পরিবারের সদস্য। তাঁর ঐতিহ্য বহন করছি। পারিবারিক ভাবেই আমরা কথা বলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে, কংগ্রেসে ফিরব।’’




তবে তৃণমল নিয়ে কোনও রকমের নেতিবাচক মন্তব্য করেননি মৌসম। তিনি বলেন, ‘‘আমি কয়েক বছর আগে তৃণমূলে গিয়েছিলাম। তবে তৃণমূলও আমাকে কাজ করার সুযোগ দিয়েছিল। আমাকে রাজ্যসভার সাংসদ করেছিল, জেলা সভাপতির দায়িত্ব দিয়েছিল।’’ কংগ্রেস দফতরের সাংবাদিক বৈঠকেও মমতা সম্পর্কে বলতে গিয়ে ‘আমাদের নেত্রী’ বলে সম্বোধন করেন মৌসম।

মৌসমের রাজনীতির মূল জায়গা মালদহ। তাঁর তৃণমূল ছেড়ে কংগ্রেসে যাওয়ার ফলে কি মালদহে ধাক্কা খাবে শাসকদল? এটাই এখন প্রশ্ন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code