Latest News

6/recent/ticker-posts

Ad Code

'লক্ষ্মীর ভাণ্ডার খারাপ নয়', কেন বললেন মিঠুন চক্রবর্তী?

'লক্ষ্মীর ভাণ্ডার খারাপ নয়', কেন বললেন মিঠুন চক্রবর্তী?

Mithun Chakraborty


'লক্ষ্মীর ভাণ্ডার খারাপ নয়', এমনটাই মন্তব্য মিঠুন চক্রবর্তীর। অভিষেকের সভার দিনেই, কোচবিহারের সভা থেকে রাজ্য থেকে তৃণমূলকে হঠিয়ে দিতে ঐক্যবদ্ধ হওয়ার ডাক মিঠুন চক্রবর্তীর। তিনি বলেন, লিমিট ক্রস করলেই ১ হাজার টাকা ফাইন। ওইটা তুলে এনে আমার ঘরে দিচ্ছে। এই হল আপনার লক্ষ্মীর ভাণ্ডার। যাই হোক লক্ষ্মীর ভাণ্ডার খারাপ নয়, যারা পাচ্ছেন, নেবেন, নিশ্চয়ই নেবেন, কারণ এটা আপনার টাকা, আপনাদের ট্যাক্সের টাকা। আপনাকে নিতেই হবে সেই টাকা। কিন্তু আমার কাছে প্রশ্ন আছে, যারা এই টাকা নিচ্ছেন, খুব ভাল। কিন্তু আপনার সন্তান, যে যদি বিবেক নিয়ে বেঁচে থাকে, অন্য কুলাঙ্গারদের মতো, দুর্নীতি করতে চায় না। সে তো বেকার বসে আছে। আপনার স্বামী, যে দুর্নীতি করতে চায় না, বেকার বসে আছে। আমরা বাবা-মা -শ্বশুর শাশুড়ি অসুস্থ। আমাদের প্রাইম মিনিষ্টার মহাশয় ৫ লক্ষ টাকা করে, সবার জন্য আয়ুষ্মান ভারত করেছেন। কিন্তু সেটা দিতেই দিচ্ছেন না এখানে। ..এখানে আয়ুষ্মান ভারত এখানে করতে দেবেন না, তাহলে প্রধানমন্ত্রীর নাম বেড়ে যাবে। কিন্তু এতগুলি লোক কষ্ট পাবে, তাতে ওনার কোনও খেয়াল নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code