Latest News

6/recent/ticker-posts

Ad Code

'দরকারে সুপ্রিমকোর্টে যাবো', SIR প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়

'দরকারে সুপ্রিমকোর্টে যাবো', SIR প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় 

Mamata Banerjee



বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর শুনানি চলাকালীন সাধারণ মানুষের বিরুদ্ধে হওয়া হেনস্থা ও হয়রানির অভিযোগ উদ্ভূত হওয়ায় এবার সুপ্রীম কোর্টের দ্বারস্থ হবার ঘোষণা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার গঙ্গাসাগর থেকে আওয়াজ তুলে তিনি জানান, জনগণের জন্য লড়াই করে আদালতের ওপরে নির্ভর করা ছাড়তে পারবেন না তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, “আমরাও আইনের সাহায্য নিচ্ছি। আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে মানুষের হয়ে গিয়ে প্লিড করব।” তিনি আরও বলেন, চলমান SIR প্রক্রিয়া মানুষের জন্য বাঁচার লড়াই—এ লড়াইয়ে শুধু রাজ্য প্রশাসন নয়, সর্বোচ্চ আদালতের সাহায্য নেওয়াও অপরিহার্য।


মমতা অভিযোগ করেন, বিভিন্ন অঞ্চলে SIR-এর নামে সাধারণ মানুষের বিরুদ্ধে অনিয়ম, হয়রানি ও অবাঞ্ছিত শো শুনানি করা হচ্ছে। কিছু ক্ষেত্রে নথি না থাকলেও নাগরিকদের শুনানিতে ডাকা হচ্ছে, ফলে জনগণের মনে আতঙ্ক ও বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে।

তিনি জানান, এই বিষয়ে ইতোমধ্যেই তিনি আগেও নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন, কিন্তু তাতেও পরিস্থিতির সমাধান হয়নি। তাই এবার সুপ্রিম কোর্টে গিয়ে এসআইআর-প্রক্রিয়ার দুর্নীতি বা অনিয়মের খতিয়ে দেখা দরকার বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।


মুখ্যমন্ত্রী আরও বলেন, “এত মানুষকে যতরকমের হেনস্থা করা হচ্ছে, তা শুধু আইনগত দৃষ্টিকোণ থেকেই মেনে নেওয়া যায় না। আমি সাধারণ নাগরিক হিসেবে জনগণের পক্ষে দাঁড়িয়ে তাদের সুরক্ষা নিশ্চিত করতে চাই।” মমতা জোর দিয়ে বলেন, জনগণের ভোটাধিকারকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না।

রাজ্যের রাজনৈতিক মহল ও SIR-শুনানি সংক্রান্ত পক্ষগুলোর প্রতিক্রিয়া সবদিক থেকেই বিবেচিত হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর আগামী দিনে আইনি যুদ্ধ আরও তীব্র আকার নেবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code