Latest News

6/recent/ticker-posts

Ad Code

Job News: সাপ্তাহিক চাকরির খবর - একাধিক চাকরির খবর একসাথে

Job News: সাপ্তাহিক চাকরির খবর - একাধিক চাকরির খবর একসাথে

job news West Bengal, WBP Constable recruitment 2026 , West Bengal Police jobs , SBI recruitment 2026 , Railway job notification , Primary Teacher interview dates , latest government jobs in West Bengal , Yogyasree scheme coaching , employment news January 2026.


বর্তমানে রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তরে কয়েক হাজার শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া চলছে। উল্লেখযোগ্য ১০টি চাকরির বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো:

পদের নাম ও দপ্তরশূন্যপদযোগ্যতাআবেদনের শেষ তারিখঅফিশিয়াল ওয়েবসাইট
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল১০,০০০ (প্রায়)মাধ্যমিক পাশবিজ্ঞপ্তি শীঘ্রইprb.wb.gov.in
স্টেট ব্যাঙ্ক (SBI) এক্সিকিউটিভ৩২৭ জনস্নাতক১০ জানুয়ারিsbi.co.in
রেলওয়ে আইসোলেটেড ক্যাটেগরি৩১১ জনস্নাতক/স্নাতকোত্তর২৯ জানুয়ারিrrbkolkata.gov.in
ভারত ইলেকট্রনিক্স (BEL)১১৯ জনবি.ই/বি.টেক৯ জানুয়ারি (সার্চ অনুযায়ী)bel-india.in
নালকো (NALCO) গ্র্যাজুয়েট ট্রেনি১১০ জনইঞ্জিনিয়ারিং ডিগ্রি২২ জানুয়ারিnalcoindia.com
রাজ্য কারিগরি দপ্তর অ্যাপ্রেন্টিস১০০ জনডিপ্লোমা/ITI১৭ জানুয়ারিpolytechnic.wbtetsd.gov.in
ময়েল (MOIL) ম্যানেজমেন্ট ট্রেনি৬৭ জনবি.ই/বি.টেক/স্নাতক২০ জানুয়ারিmoil.nic.in
ব্যারাকপুর আর্মি পাবলিক স্কুল৪১ জনস্নাতক/উচ্চমাধ্যমিক১৪ জানুয়ারিapsbkp.in
মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন (SAE)১৬ জনসিভিল/ইলেক. ডিপ্লোমা১৫ জানুয়ারিwbmsc.gov.in
গ্রিন এনার্জি দেব. কর্পোরেশন৫ জনসংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা১৯ জানুয়ারিwbgedcl.in

চাকরির বিস্তারিত তথ্য:

পশ্চিমবঙ্গ পুলিশ: নবান্ন সূত্রে খবর, রাজ্যে শীঘ্রই প্রায় ১০,০০০ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। সবকিছু ঠিক থাকলে মার্চ মাস থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। ১৮ থেকে ৩০ বছর বয়সী মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা এই পদের জন্য যোগ্য হবেন।


রেলওয়ে (Isolated Categories): ভারতীয় রেলের বিভিন্ন বিভাগে সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর, ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র ট্রান্সলেটর সহ বিভিন্ন পদে ৩১১ জন লোক নেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের ২৯ জানুয়ারি ২০২৬-এর মধ্যে সংশ্লিষ্ট RRB ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে।


প্রাথমিক শিক্ষক নিয়োগ (ইন্টারভিউ): প্রাইমারি টিচার পদের জন্য বাংলা মাধ্যমের প্রার্থীদের ইন্টারভিউ ১২ জানুয়ারির পর শুরু হবে। ১৩,৪২১টি শূন্যপদের বিপরীতে প্রায় ৬০ হাজার প্রার্থী ইন্টারভিউ দেবেন।


যৌগ্যশ্রী প্রকল্প: রাজ্য সরকারের উদ্যোগে অনগ্রসর ও সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের জন্য JEE/NEET-২০২৭ পরীক্ষার বিনামূল্যে কোচিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ১৩ জানুয়ারি ২০২৬।

বিশেষ দ্রষ্টব্য: কোনো সংস্থায় চাকরির আবেদনের আগে সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code