Dinhata Shemford Primary School Foundation Day Celebration and Annual Program 2026
সংবাদ একলব্য:
অনুষ্ঠিত হলো দিনহাটা শেমফোর্ড প্রাইমারি স্কুলের প্রতিষ্ঠা দিবস উদযাপন (Dinhata Shemford Foundation Day) ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠান উপলক্ষে চমৎকার আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয় শহীদ হেমন্ত বসু কর্নার। কচিকাঁচাদের সুন্দর পারফরম্যান্সে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকায়।
৮ই জানুয়ারি ২০২৪-এ প্রতিষ্ঠিত হয় দিনহাটা শেমফোর্ড প্রাইমারি স্কুল। একঝাঁক অভিজ্ঞ ও গুনীজনদের উদ্যোগে পথ চলা শুরু করে দ্বিতীয় বছর পূর্ণ করলো এই স্কুল। দ্বিতীয় বর্ষ প্রতিষ্ঠা দিবস ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে বেশ উন্মাদনা দেখা গেল। অঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে একাধিক ইভেন্ট সম্পন্ন করে শুক্রবার অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এদিনের এই অনুষ্ঠানে কচিকাঁচাদের নিত্য নতুন ইভেন্ট বেশ নজর কাড়ে। কচিকাঁচাদের নৃত্য, আবৃত্তি, যেমন খুশি সাঁজো, যোগা সহ একাধিক অনুষ্ঠানের পাশাপাশি শিক্ষিকাদের ও অভিভাবকদের অভিভাবিকাদের অংশগ্রহণ বেশ নজর কাড়ে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊