Latest News

6/recent/ticker-posts

Ad Code

বড় রহস্য উন্মোচন দিনহাটা পুলিশের! খুন করে মৃতদেহ খাওয়ার চেষ্টা আসামীর?

বড় রহস্য উন্মোচন দিনহাটা পুলিশের! খুন করে মৃতদেহ খাওয়ার চেষ্টা আসামীর?

Dinhata news


হাড় হিম করা ঘটনায় চাঞ্চল্যকর তথ্য মিলল এবার। গত শনিবার দিনহাটা দুই নম্বর ব্লকের কুর্শাহাট সীমান্তের একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহ উদ্ধারের পর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছিল। সেই ঘটনায় একজনকে গ্রেফতার করে সাহেবগঞ্জ থানায় পুলিশ। এরপর আজ চাঞ্চল্যকর তথ্য জানালো দিনহাটা থানার এসডিপিও ধীমান মিত্র। এসডিপিও ধীমান মিত্র জানান, খুনের পর আসামী সেই লাশটিকে ভক্ষন করার পরিকল্পনা করে বলে তদন্তে উঠে আসে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, শনিবার বিকেলে দিনহাটা দুই নম্বর ব্লকের কুর্শাহাট সীমান্তের বিএসএফ ক্যাম্প সংলগ্ন একটি পুকুরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায় এলাকার বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং মৃতদেহ উদ্ধার করে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। এরপরেই তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে একজনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশের কথায়, ধৃত খুনের দায় স্বীকার করেছে। পুলিশের তরফে আরো জানানো হয় খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে খুন করার পর মৃতদেহটিকে কলতলায় নিয়ে গিয়ে পরিষ্কার করে ওই আসামী। এরপর মৃতদেহটি খাওয়ার পরিকল্পনা ছিল ওই আসামীর। আসামী একজন নেশাগ্রস্থ মানুষ। নেশার কারণে রিহ্যাবেও পাঠানো হয় বলে জানান পুলিশ। আসামীর নাম ফেরদৌস আলম। আজ তাঁকে তোলা হয় আদালতে। চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code