Latest News

6/recent/ticker-posts

Ad Code

'এই সরকার থাকলে আর ডিএ জুটবে না', ডিএ মামলা ও বকেয়া নিয়ে বিস্ফোরক মলয় মুখোপাধ্যায়

'এই সরকার থাকলে আর ডিএ জুটবে না', ডিএ মামলা ও বকেয়া নিয়ে বিস্ফোরক মলয় মুখোপাধ্যায়

ডিএ মামলা, মলয় মুখোপাধ্যায়, সুপ্রিম কোর্ট রায়, বকেয়া ডিএ, সরকারি কর্মচারী আন্দোলন, DA Case WB, Malay Mukherjee, Supreme Court DA Verdict, West Bengal Government Employees.


নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ (DA) মামলা নিয়ে ফের একবার রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানালেন যৌথ সংগ্রামী মঞ্চের নেতা মলয় মুখোপাধ্যায়। দীর্ঘ প্রতীক্ষার পরও সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায় ঘোষণা না হওয়ায় চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তাঁর দাবি, এই সরকার ক্ষমতায় থাকলে ভবিষ্যতে সরকারি কর্মচারীদের ডিএ পাওয়া অনিশ্চিত হয়ে পড়বে।

মলয় মুখোপাধ্যায় জানান যে, সুপ্রিম কোর্ট খোলার পর আশা করা হয়েছিল চলতি সপ্তাহের মধ্যেই ডিএ মামলার রায় (Verdict) পাওয়া যাবে। কিন্তু ৮ জানুয়ারি পর্যন্ত কোনো ইতিবাচক সংকেত মেলেনি। তিনি বলেন, রায় সংরক্ষিত হওয়ার পর তিন মাসের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেলেও বিচার প্রক্রিয়া ঝুলে থাকা অত্যন্ত "দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক" । শুক্রবারের কজ লিস্টের দিকে তাকিয়ে থাকলেও, অনিশ্চয়তা কাটছে না বলে তিনি জানিয়েছেন।

রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ডিএ প্রদানের হারের পাহাড়প্রমাণ পার্থক্যের কথা তুলে ধরেন তিনি। তাঁর মতে:

  • বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা প্রায় ৫৮-৬০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন।
  • সেখানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা পাচ্ছেন মাত্র ১৮ শতাংশ। এই বিপুল বৈষম্যের কারণে কর্মচারীদের আর্থিক ভবিষ্যৎ ও নতুন বেতন কমিশন (Pay Commission) গঠন নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

মলয় মুখোপাধ্যায়ের আশঙ্কা, রাজ্য সরকার হয়তো ফেব্রুয়ারি মাসের বাজেটে কোনো নামমাত্র ডিএ ঘোষণা করে নতুন বেতন কমিশনের কথা ঘোষণা করবে। কিন্তু সঠিক হারে ডিএ না মেলা পর্যন্ত নতুন বেতন কাঠামো তৈরি হওয়া সম্ভব নয় বলে তিনি মনে করেন। তিনি সরাসরি তোপ দেগে বলেন, "এই সরকার যদি আবারও থাকে তাহলে আর ডিএ পাব না"। এমনকি অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন পাওয়া নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।

শয্যাশায়ী ও প্রবীণ পেনশনভোগীদের পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, বহু প্রবীণ মানুষ প্রতিদিন রায়ের অপেক্ষায় দিন গুনছেন। বিচার ব্যবস্থার এই দীর্ঘসূত্রতা তাঁদের মানসিক ও আর্থিক কষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

সব মিলিয়ে, সুপ্রিম কোর্টের রায়ের ওপরই এখন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর ভবিষ্যৎ নির্ভর করছে। মলয় মুখোপাধ্যায়ের এই বিস্ফোরক মন্তব্য প্রশাসনিক ও রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code