Latest News

6/recent/ticker-posts

Ad Code

গুরু-শিষ্যের আবেগঘন মিলনে স্মরণীয় নেকীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়

গুরু-শিষ্যের আবেগঘন মিলনে স্মরণীয় নেকীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়

Dinhata news


প্রধান শিক্ষক হিসেবে যোগদানের বর্ষপূর্তি উপলক্ষে এক অনন্য ও আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল বিদ্যালয় প্রাঙ্গণ। শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও শিক্ষাগত পরম্পরার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হলো দিনহাটা ৩নং চক্র সম্পদ কেন্দ্রের অন্তর্গত নেকীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

গত ১০ জানুয়ারি ২০২৫ তারিখে নেকীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে যোগদান করেন অমল বর্মন মহাশয়। প্রধান শিক্ষক হিসেবে এক বছর পূর্ণ হওয়ার এই শুভক্ষণে তিনি বিশেষভাবে আমন্ত্রণ জানান তাঁর প্রিয় শিক্ষক, বর্তমানে নিগম নগর নিগমানন্দ সারস্বত বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনির্বাণ নাগ মহাশয়কে।

প্রাক্তন শিষ্যকে প্রধান শিক্ষক রূপে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনির্বাণ নাগ মহাশয়। গুরু-শিষ্যের এই হৃদয়স্পর্শী মিলন শুধুমাত্র একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকেনি, বরং তা শিক্ষার মূল্যবোধ, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার এক উজ্জ্বল নিদর্শনে পরিণত হয়।

উল্লেখযোগ্য বিষয় হলো বর্তমানে নেকীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত চারজন শিক্ষকই অনির্বাণ নাগ মহাশয়ের ছাত্র। তাঁরা হলেন প্রধান শিক্ষক অমল বর্মন মহাশয়, শিবু বর্মন মহাশয়, অশোক কিশোর অধিকারী মহাশয় এবং সুশান্ত সাহা মহাশয়। এই বিরল সংযোগ বিদ্যালয়ের পরিবেশকে আরও গৌরবময় করে তোলে।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে এদিন বিদ্যালয়ের নানা স্মরণীয় মুহূর্তকে তুলে ধরা একটি চিত্রের আনুষ্ঠানিক উন্মোচন করেন অনির্বাণ নাগ মহাশয়। তাঁর উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও মর্যাদাপূর্ণ ও অর্থবহ হয়ে ওঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয়া গীতা রাণী সাহা মহাশয়া। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক গোপাল সাহা, শিক্ষক তপন কুমার রায় সহ অন্যান্য বিশিষ্ট শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠান সম্পর্কে প্রধান শিক্ষক অমল বর্মন মহাশয় বলেন, “আজ আমাদের স্যার বিদ্যালয়ে উপস্থিত হওয়ায় আমরা অত্যন্ত গর্বিত। তাঁর আশীর্বাদ আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবনে বর্ষিত হোক—এই প্রার্থনাই করি।”

গ্রাম পঞ্চায়েত প্রধান গীতা রাণী সাহা মহাশয়া বলেন, “আজকের শিক্ষাঙ্গনে গুরু ও শিষ্যের অপূর্ব মেলবন্ধনের এক সুন্দর অনুভূতির সাক্ষী থাকলাম।”

শিক্ষক গোপাল সাহা জানান, “একজন শিক্ষকের তাঁর শিক্ষকের প্রতি এই শ্রদ্ধাবোধ এবং সম্মানীয় শিক্ষক অনির্বাণ নাগ মহাশয়ের ছাত্রদের প্রতি স্নেহ ও ভালোবাসা সত্যিই এক অনন্য দৃষ্টান্ত। আমরা স্যারের আশীর্বাদ কামনা করি।”

গুরু-শিষ্যের এই মিলন ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক সমাজের কাছে নিঃসন্দেহে এক অনুপ্রেরণামূলক বার্তা বহন ক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code