WB SSC: নবম–দশম শ্রেণি স্তরে বিপুল সংখ্যক ‘যোগ্য’ শিক্ষক–শিক্ষিকা বাদ!
এসএসসি–র চলতি নিয়োগ–প্রক্রিয়ায় নবম–দশম শ্রেণি স্তরে বিপুল সংখ্যক ‘যোগ্য’ শিক্ষক–শিক্ষিকা বাদ পড়ায় প্রবল হতাশা তৈরি হয়েছে। শুক্রবার রাতে স্কুল সার্ভিস কমিশন ইন্টারভিউয়ের আগে নথি যাচাইয়ের তালিকা প্রকাশ করে। তাতে ২০১৬–র প্রায় ২৭০০ জন ‘যোগ্য’ প্রার্থীর নাম নেই। এর মধ্যে বিজ্ঞানের বিষয়ে বাদ পড়েছেন প্রায় দেড় হাজার প্রার্থী এবং আর্টসে বাদ পড়েছেন আরও ১২০০ জন। একাদশ–দ্বাদশ স্তরে বাদ পড়ার সংখ্যা তুলনামূলকভাবে কম, প্রায় ৪৫০ জন।
যোগ্য প্রার্থীদের অভিযোগ, ২০১৬–র তুলনায় এ বার বিভিন্ন বিষয়ে শূন্যপদ অনেক কমে গিয়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে ১০ শতাংশ আসন আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির জন্য সংরক্ষণ। আগে স্কুলভিত্তিক নিয়োগ হলেও এখন মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগ করছে, ফলে ১০০ পয়েন্ট রস্টার সংরক্ষণের নিয়ম আরও কঠোরভাবে কার্যকর হয়েছে। পাশাপাশি মহিলা শূন্যপদ বেড়েছে এবং আদালতের নির্দেশে ওবিসি ‘এ’ ও ‘বি’ ক্যাটিগরিতে সংরক্ষণের নিয়মেও পরিবর্তন এসেছে।
যোগ্য শিক্ষক–শিক্ষিকা অধিকার মঞ্চ জানিয়েছেন, বিজ্ঞানের তিনটি বিষয়ে শ’য়ে শ’য়ে প্রার্থী বাদ পড়েছেন। এমনকি ভিজুয়্যালি ডিজেবেলড প্রার্থীদের অনেকেই ডাক পাননি, অর্থোপেডিক ডিজেবেলড ক্যাটিগরিও রস্টার থেকে বাদ গিয়েছে। তাঁর দাবি, যোগ্য প্রার্থীরা নিরপরাধ হলেও তাঁদের নিয়োগের নিশ্চয়তা নিয়ে কোনও আশ্বাস মেলেনি।
অন্যদিকে এক প্রার্থী বলেন, যোগ্যরা আন্দোলনে থাকার কারণে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেননি। নবম–দশম স্তরে বিজ্ঞানের প্রশ্নপত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিয়োলজি, জুলজি ও বটানির একত্রিত পরীক্ষা দিতে হয়েছে, যেখানে একাদশ–দ্বাদশে বিভাজনের সুযোগ ছিল। ফলে অনেকেই নতুনদের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছেন।
এরই মধ্যে একাদশ–দ্বাদশ স্তরে ৩৫টি বিষয়ে ১২,৪৪৫টি পদে নথি যাচাইয়ের তালিকা থেকে ১৩২৭ জন বাদ পড়েছেন। কমিশনের দাবি, এঁদের বয়স, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা ও জাতিগত শংসাপত্রে অসঙ্গতি ছিল। ফলে তাঁদের প্রাপ্ত নম্বর কাট অফ মার্কসের তুলনায় কম হওয়ায় বাদ দেওয়া হয়েছে। আগে আরও ২৬৯ জনকে টেন্টেড হিসেবে বাদ দেওয়া হয়েছিল। বাদ পড়া প্রার্থীরা কাট অফ মার্কস কমিয়ে দ্বিতীয় দফার নথি যাচাইয়ের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন।
.webp)
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊