নতুন রাস্তা নির্মাণ ঘিরে তীব্র বিক্ষোভ, জল নিকাশ বন্ধের আশঙ্কা!
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-
খণ্ডঘোষের উজ্জ্বলপুকুর মোড় থেকে বালি খাদে যাতায়াতের জন্য নতুন রাস্তা নির্মাণ ঘিরে তীব্র বিক্ষোভ, জল নিকাশ বন্ধের আশঙ্কা।
পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষে বালি খাদে যাতায়াতের সুবিধার জন্য বালি খাদ মালিকদের উদ্যোগে নতুন রাস্তা নির্মাণকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল এলাকায়। অভিযোগ, এই রাস্তা নির্মিত হলে আশপাশের একাধিক গ্রামের স্বাভাবিক জল নিকাশের ব্যবস্থা সম্পূর্ণভাবে ব্যাহত হবে। তার জেরে বর্ষা এলেই বিস্তীর্ণ এলাকায় জল জমে ভয়াবহ প্লাবনের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
এদিন এই রাস্তার বিরুদ্ধে সরব হয়ে পথে নামেন খণ্ডঘোষের উজ্জ্বলপুকুর, হামিরপুর, আরাডাং, অমরপুর, খেজুরহাটি সহ আশপাশের গ্রামের মানুষজন। গ্রামবাসীরা একত্রিত হয়ে বিক্ষোভ আন্দোলনে সামিল হন এবং অবিলম্বে নিকাশি ববস্থার করার দাবি তোলেন।
নির্মিয়মান রাস্তায় বিক্ষোভকারীরা বাঁশ দিয়ে আটকে দেন। বিক্ষোভকারীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে এই এলাকার জল নিকাশি ব্যবস্থা প্রাকৃতিক খাল ও নীচু জমির উপর নির্ভরশীল। নতুন রাস্তা তৈরি হলে সেই স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যাবে, যার সরাসরি প্রভাব পড়বে চাষবাস ও জনজীবনের উপর।
স্থানীয়দের আরও অভিযোগ, প্রশাসনের যথাযথ অনুমতি ও এলাকার মানুষের মতামত না নিয়েই বালি খাদ মালিকরা এই রাস্তা নির্মাণের কাজ শুরু করেছেন। এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি বর্ষাকালে বাড়িঘর ও ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা বাড়ছে।
এমনকি এই রাস্তার জন্য যারা জমি দিয়েছে তাদেরকেও ভুল বোঝানো হয়েছে বলে অভিযোগ।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊