প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় হাই কোর্টের ডিভিশন বেঞ্চের রায়, বাতিল হয়নি ৩২ হাজার চাকরি
কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ বুধবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া সিঙ্গল বেঞ্চের রায় বাতিল করে জানাল, রাজ্যের ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল থাকবে। ফলে দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে শিক্ষক সমাজে স্বস্তি ও খুশির পরিবেশ তৈরি হয়েছে।
ডিভিশন বেঞ্চের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্র তাঁদের রায়ে স্পষ্ট করেন, কিছু নিয়োগে অনিয়ম থাকলেও তার জন্য সবার চাকরি বাতিল করা উচিত নয়। চাকরি পাওয়ার প্রায় ৯ বছর পর তা চলে গেলে পরিবারগুলির উপর বড়সড় প্রভাব পড়ত। তাই মানবিক দিক বিবেচনা করেই চাকরি বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই রায়ের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডলে লিখেছেন, “আজকে মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে অভিনন্দন জানাই। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায় বাতিল হয়েছে। ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি সম্পূর্ণ সুরক্ষিত রইল। শিক্ষকদেরও সতত শুভেচ্ছা। সত্যের জয় হল।”
তবে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এই রায় নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, “রায় দেওয়ার ক্ষেত্রে আবেগ বেশি কাজ করেছে। এত পরিবারের কী হবে, সেটাই মূল বিবেচ্য হয়েছে। যেখানে প্রক্রিয়াটাই দুর্নীতিমূলক, সেখানে কতজন আছে, কতজন গেল, সেটা বিচার হওয়া উচিত।” তিনি আরও বলেন, “তদন্তে যে তথ্যগুলি বেরিয়েছে, সেগুলিকে গুরুত্ব দেওয়া উচিত ছিল। বিচারপতিদের মনে হয়েছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ঠিক মতো প্রমাণ হয়নি, সেটা তাঁদের ভুল সিদ্ধান্তই বলতে পারি। কেউ যদি সুপ্রিম কোর্টে যেতে চান, যা প্রয়োজনীয় সাহায্য করার, করব।”

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊