Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত পার্থ , ভর্তি হাসপাতালে

বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত পার্থ , ভর্তি হাসপাতালে

পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষামন্ত্রী, নিয়োগ দুর্নীতি মামলা, বাথরুমে পড়ে আঘাত, হাসপাতালে ভর্তি, বেহালা বাড়ি, কলকাতা সংবাদ, পশ্চিমবঙ্গ রাজনীতি, ED মামলা, CBI তদন্ত



নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন জেলবন্দি থাকার পর জামিনে মুক্তি পাওয়া প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার বেহালার বাড়ির বাথরুমে পড়ে গিয়ে তিনি গুরুতর আঘাত পান। বিশেষ করে বাঁ হাতে প্রচণ্ড আঘাত লাগে।

প্রথমে চিকিৎসক ডেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও ব্যথা ক্রমশ বাড়তে থাকায় শুক্রবারই তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর হাতের এক্স-রে করা হয়েছে এবং আপাতত চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় ইডি ও সিবিআইয়ের তদন্তে গ্রেপ্তার হয়েছিলেন। কয়েক মাস আগে আদালত থেকে জামিন পান এবং গত ১১ নভেম্বর বেহালার বাড়িতে ফেরেন। দীর্ঘদিন পর বাড়ি ফিরে আবেগে ভেসে ওঠেন তিনি। প্রথম দু’দিন অনুগামীদের সঙ্গে দেখা করেন এবং সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলেন। কিন্তু হঠাৎ করেই নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নেন। এরপর থেকে তাঁকে আর প্রকাশ্যে দেখা যায়নি। এমনকি হাই কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আদালতে হাজিরা দেননি তিনি। এর ফলে আদালতের তোপের মুখেও পড়তে হয়েছে। যদিও শীতকালীন অধিবেশনে যোগ দিতে স্পিকারের কাছে আবেদন জানিয়েছিলেন তিনি।

এই পরিস্থিতির মধ্যেই হঠাৎ ঘটে যায় দুর্ঘটনা। বাড়ির বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আঘাত পান প্রাক্তন শিক্ষামন্ত্রী। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল হলেও তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code