Latest News

6/recent/ticker-posts

Ad Code

দীক্ষা অনুষ্ঠান ও রক্তদান শিবিরকে ঘিরে নিগম নগর শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত আশ্রমে সাফাই অভিযান

দীক্ষা অনুষ্ঠান ও রক্তদান শিবিরকে ঘিরে  নিগম নগর শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত আশ্রমে সাফাই অভিযান

Nigamananda Ashram  Cleanliness Drive  Safai Abhiyan  Blood Donation Camp  Deeksha Ceremony


আগামী ১১ ডিসেম্বর নিগমনগর শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত আশ্রমে অনুষ্ঠিত হতে চলেছে দীক্ষা অনুষ্ঠান ও রক্তদান শিবির। সমাজসেবামূলক কাজে আশ্রমটি দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণভাবে কাজ করে আসছে। রক্তদান, ত্রাণ শিবির ও বিভিন্ন সেবামূলক উদ্যোগে আশ্রমের সক্রিয় ভূমিকা স্থানীয় মহলে প্রশংসিত।

এরই প্রস্তুতিতে আজ প্রথম খণ্ড লাঙ্গুলীয়া মা সুধাংশুবালা সারস্বত সংঘের সদস্য–সদস্যারা আশ্রম প্রাঙ্গণে সাফাই অভিযান পরিচালনা করেন। আশ্রমের অধ্যক্ষ স্বামী জগদানন্দ মহারাজ জানান, ভক্তবৃন্দের আন্তরিকতা, ভক্তি ও শ্রদ্ধাই আশ্রমকে এই সমাজসেবামূলক কাজে এগিয়ে নিয়ে যায়।

সংঘের সদস্য সন্তোষ বর্মন জানান, “আসন্ন দীক্ষা অনুষ্ঠান ও রক্তদান শিবির সফল করতে আমরা সকলের সহযোগিতা কামনা করি। আশ্রমের পরিবেশ পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখার উদ্দেশ্যেই আজকের সাফাই অভিযান।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code