‘নদীয়া দর্পণ’-এর ৫০ বর্ষ উদযাপন, প্রকাশিত হলো স্মারকগ্রন্থ
নিজস্ব প্রতিবেদক, কৃষ্ণনগর:
নদীয়াবাসীর জন্য এক বিশেষ দিন। স্থানীয় জনপ্রিয় পাক্ষিক পত্রিকা ‘নদীয়া দর্পণ’-এর পথ চলার ৫০ বছর পূর্তি উপলক্ষে গত ২৯ নভেম্বর, ২০২৫ (শনিবার) এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কালীনগর উচ্চ বিদ্যালয়ের সেমিনার কক্ষে। কৃষ্ণনগরের সাংস্কৃতিক সংস্থা ‘মুক্তধারা’-র সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানটি পরিণত হয় এক সাংস্কৃতিক সমাবেশে।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর উদ্বোধন সংগীত পরিবেশন করেন শিল্পী শুভময় সরকার। স্বাগত ভাষণ রাখেন ‘নদীয়া দর্পণ’ পাক্ষিকের সম্পাদক শিবু চৌধুরী। তিনি জানান, ১৯৭৭ সালে জননেতা কাশীকান্ত মৈত্রের তত্ত্বাবধানে তাঁরই সম্পাদনায় এই পত্রিকা প্রথম আত্মপ্রকাশ করে এবং সেই থেকে ধারাবাহিকভাবে পত্রিকাটি প্রকাশিত হয়ে আসছে।
এদিনের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল পত্রিকা পরিষদের প্রকাশনায় ‘নদীয়া দর্পণ পঞ্চাশে পদার্পণ’ শীর্ষক স্মারকগ্রন্থের আবরণ উন্মোচন। আড়াইশো পৃষ্ঠার এই গ্রন্থের সম্পাদনা-উপদেষ্টা ছিলেন শিবু চৌধুরী এবং গ্রন্থটি সম্পাদনা করেছেন দীপাঞ্জন দে। ব্যাঙ্গালোর কে.আই.আই.টি. বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. নৃপেন্দ্রলাল মিত্র আনুষ্ঠানিকভাবে এই স্মারকগ্রন্থের আবরণ উন্মোচন করেন।
গ্রন্থপ্রকাশের সময় মঞ্চে উপস্থিত ছিলেন সত্যনারায়ণ মাজিলা, শংকরেশ্বর দত্ত, সম্পদনারায়ণ ধর, রামকৃষ্ণ দে, বিপ্লব দাশগুপ্ত, চৈতালী মৈত্র, প্রতুলচন্দ্র দত্ত, দীপাঞ্জন দে প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এরপর গ্রন্থটির নির্মাণ-প্রক্রিয়া সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সম্পাদক দীপাঞ্জন দে।
৫০ বর্ষ পূর্তির এই দিনে শিবনাথ চৌধুরীর লেখা ‘বাংলার শাসনব্যবস্থার মুখোশ ও মুখশ্রী’ গ্রন্থটিও আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় ‘বর্ধমান দর্পণ’ পত্রিকার সম্পাদক সত্যনারায়ণ মাজিলার হাত দিয়ে।
এছাড়াও, আয়োজকদের আমন্ত্রণে কলকাতা থেকে এসেছিলেন ড. চৈতালী মৈত্র। তিনি 'কোন পথে ভারতের গণতন্ত্র' এই গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্যপূর্ণ ও যুক্তিনিষ্ঠ বক্তব্য রাখেন, যা উপস্থিত সকলকে মুগ্ধ করে।
সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন কবি রামকৃষ্ণ দে। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন নদীয়া দর্পণ পাক্ষিকের সহ-সম্পাদক প্রতুলচন্দ্র দত্ত। পত্রিকার সুবর্ণ জয়ন্তীর এই অনুষ্ঠানটি নদীয়া জেলার সাংস্কৃতিক ইতিহাসে এক বিশেষ সংযোজন হয়ে রইল।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊