Latest News

6/recent/ticker-posts

Ad Code

সময়সীমা শেষ হয়ে গেলেও ফর্ম জমা দেননি মমতা, ভোটার তালিকা থেকে বাদ যাবে নাম !

সময়সীমা শেষ হয়ে গেলেও ফর্ম জমা দেননি মমতা, ভোটার তালিকা থেকে বাদ যাবে নাম !

Mamata Banerjee,SIR form,Bengal politics,West Bengal elections,voter list controversy,marked voter,chief minister statement,BJP criticism,Krishnanagar rally,Indian citizenship debate

কৃষ্ণনগরের জনসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানালেন, তিনি এসআইআর ফর্ম পূরণ করবেন না। সময়সীমা শেষ হয়ে গেলেও ফর্ম জমা দেননি তিনি। মমতা বলেন, বাংলার সাধারণ মানুষ এখনও ফর্ম পূরণ করেননি, তাই তিনিও করেননি। 

ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী জনসভায় বলেন, তিনি সাতবার সাংসদ হয়েছেন, দু’বার রেলমন্ত্রী ছিলেন, তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন। তবুও তাঁকে আজ প্রমাণ করতে হবে যে তিনি ভারতের নাগরিক কি না—এমন প্রশ্নে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁর বক্তব্য, এর চেয়ে নাকে খত দেওয়া ভালো। তিনি প্রশ্ন তোলেন, কাদের কাছে প্রমাণ দেবেন—“ওই দাঙ্গাবাজদের কাছে?”

দেশের নির্বাচনী আইন অনুযায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্ট বা হাই কোর্টের বিচারপতি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীদের মতো ব্যক্তিরা ‘মার্কড ভোটার’ হিসেবে চিহ্নিত হন। দেশবিখ্যাত ক্রীড়াবিদ, সমাজসেবক বা অন্যান্য সম্মানীয় ব্যক্তিরাও এই তালিকায় পড়েন। নির্বাচনী বিধির ৪-ডি ধারায় বলা আছে, ফর্ম পূরণ না করলেও তাঁদের নাম খসড়া ভোটার তালিকায় থাকবে। তবে চূড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় নথি জমা দেওয়া বাধ্যতামূলক। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, নথি জমা না হলে মূল ভোটার তালিকায় নাম নথিভুক্ত হবে না।

বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, ভোটের দু’মাস আগে এসআইআর করছে, এতটাই খিদে। তাঁর বক্তব্যে স্পষ্ট, তিনি সাধারণ মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এই ফর্ম পূরণে অস্বীকৃতি জানিয়েছেন। তবে কমিশনের নিয়ম অনুযায়ী নথি জমা না দিলে ভোটার তালিকায় নাম না থাকার আশঙ্কা থেকেই যাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code