Look Back 2025: ফিরে দেখা ২০২৫, যাঁদের হারালাম
২০২৫ সালটি নানা দিক থেকে স্মরণীয় হয়ে থাকবে। প্রযুক্তি, রাজনীতি, সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে যেমন নতুন অধ্যায় রচিত হয়েছে, তেমনই আমরা হারিয়েছি বহু গুণীজনকে। তাঁদের মৃত্যু শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, বরং সমাজ ও সংস্কৃতির জন্য অপূরণীয় শূন্যতা। সাহিত্য, বিনোদন, ক্রীড়া, রাজনীতি ও ব্যবসা জগতে যাঁরা প্রয়াত হয়েছেন, তাঁদের একনজরে দেখেনিন ...
বিনোদন জগতে অপূরণীয় ক্ষতি
১। ধর্মেন্দ্র (Dharmendra) – বলিউডের কিংবদন্তি অভিনেতা, যিনি ‘শোলে’, ‘চুপকে চুপকে’, ‘সত্যমেব জয়তে’-র মতো ছবিতে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। প্রয়াত হন ২৪ নভেম্বর ২০২৫। তাঁর মৃত্যুতে হিন্দি সিনেমার এক যুগের অবসান ঘটে।
২। সতীশ শাহ (Satish Shah) – জনপ্রিয় কমেডি অভিনেতা, ‘সারাভাই ভার্সেস সারাভাই’ সিরিয়ালে তাঁর চরিত্র আজও দর্শকদের মনে গেঁথে আছে। প্রয়াত হন ২৫ অক্টোবর ২০২৫।
৩। অসরানি (Asrani) – ‘শোলে’-তে জেলারের চরিত্রে তাঁর সংলাপ আজও কিংবদন্তি। প্রয়াত হন ২০ অক্টোবর ২০২৫।
৪। সুলক্ষণা পণ্ডিত (Sulakshana Pandit) – গায়িকা ও অভিনেত্রী, যাঁর কণ্ঠে বহু জনপ্রিয় গান আজও শ্রোতাদের আবেগে ভাসায়। প্রয়াত হন ৬ নভেম্বর ২০২৫।
৫। পঙ্কজ ধীর (Pankaj Dheer) – টেলিভিশনের ‘মহাভারত’-এ কর্ণ চরিত্রে অভিনয় করে চিরস্মরণীয় হয়ে আছেন। প্রয়াত হন ১৫ অক্টোবর ২০২৫।
৬। জুবিন গার্গ (Zubeen Garg) – অসমের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক। তাঁর ‘ইয়া আলি’ গান জাতীয় স্তরে জনপ্রিয়তা পেয়েছিল। সিঙ্গাপুরে সাঁতার কাটার সময় দুর্ঘটনায় প্রয়াত হন ১৯ সেপ্টেম্বর ২০২৫।
সাহিত্য ও বিজ্ঞাপন জগতে প্রস্থান
১। পিয়ূষ পাণ্ডে (Piyush Pandey) – বিজ্ঞাপন জগতের অন্যতম সেরা সৃজনশীল মস্তিষ্ক। প্রয়াত হন ২৪ অক্টোবর ২০২৫। তাঁর মৃত্যুতে ভারতীয় বিজ্ঞাপন শিল্প এক অনন্য প্রতিভাকে হারিয়েছে।
২। প্রীতিশ নন্দী (Pritish Nandy) – কবি, সাংবাদিক, চলচ্চিত্র নির্মাতা ও রাজনীতিক। প্রয়াত হন ৮ জানুয়ারি ২০২৫। তাঁর কবিতা ও সমাজচিন্তামূলক লেখালেখি বহু প্রজন্মকে প্রভাবিত করেছে।
ক্রীড়াক্ষেত্রে বিদায়
১। ম্যানুয়েল ফ্রেডরিক (Manuel Frederick) – ভারতের প্রাক্তন হকি গোলকিপার, ১৯৭২ মিউনিখ অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী। প্রয়াত হন ৩১ অক্টোবর ২০২৫। কেরালার প্রথম অলিম্পিক পদকজয়ী হিসেবে তাঁর নাম ইতিহাসে লেখা থাকবে।
২। চার্লস কস্ট (Charles Coste) – ফ্রান্সের সাইক্লিস্ট, ১৯৪৮ অলিম্পিকে স্বর্ণপদকজয়ী। প্রয়াত হন ৩০ অক্টোবর ২০২৫, বয়স হয়েছিল ১০১ বছর।
রাজনীতির মঞ্চে প্রস্থান
১। বিজয় রূপানি (Vijay Rupani) – গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রয়াত হন ১২ জুন ২০২৫, এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায়। তাঁর মৃত্যুতে গুজরাট রাজনীতিতে এক শূন্যতা তৈরি হয়।
২। কিম ইয়ং নাম (Kim Yong Nam) – উত্তর কোরিয়ার প্রাক্তন রাষ্ট্রপ্রধান, যিনি দীর্ঘ সময় ধরে কিম পরিবারকে প্রতিনিধিত্ব করেছেন। প্রয়াত হন ৩ নভেম্বর ২০২৫, বয়স হয়েছিল ৯৭।
ব্যবসা ও শিল্প জগতে ক্ষতি
১। গোপীচাঁদ হিন্দুজা (Gopichand Hinduja) – হিন্দুজা গ্রুপের চেয়ারম্যান, ভারত ও যুক্তরাজ্যের মধ্যে ব্যবসায়িক সম্পর্কের অন্যতম স্তম্ভ। প্রয়াত হন ৪ নভেম্বর ২০২৫, লন্ডনে।
২০২৫ সাল আমাদের অনেক কিছু দিয়েছে, কিন্তু অনেক কিছু কেড়ে নিয়েছেও। এই গুণীজনেরা তাঁদের কর্মে, সৃষ্টিতে, নেতৃত্বে এবং প্রতিভায় সমাজকে সমৃদ্ধ করেছেন। তাঁদের মৃত্যুতে আমরা শুধু একজন মানুষকে হারাইনি, হারিয়েছি এক একটি প্রতিষ্ঠানকে। তাঁদের স্মৃতি, তাঁদের কাজ, তাঁদের আদর্শ আগামী প্রজন্মের পথপ্রদর্শক হয়ে থাকবে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊