Latest News

6/recent/ticker-posts

Ad Code

মুখ্যমন্ত্রীর দেখানো পথে দিল্লীতে 'মা ক্যান্টিন'-এর আদলে 'অটল ক্যান্টিন'

মুখ্যমন্ত্রীর দেখানো পথে দিল্লীতে 'মা ক্যান্টিন'-এর আদলে 'অটল ক্যান্টিন'

Atal Canteen


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হাঁটলো দিল্লী। দিল্লিতে বাংলার মা ক্যান্টিনের আদলে চালু হল অটল ক্যান্টিন। 'ডবল ইঞ্জিন সরকার' পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৫ টাকায় ডিম-ভাতের আদলে চালু করলো ৫ টাকায় অটল ক্যান্টিন।

প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীর ১০২তম জন্মদিবসে দেশজুড়ে নানা অনুষ্ঠান আয়োজন করে ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার লখনউয়ের বসন্তকুঞ্জে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ‘রাষ্ট্র প্রেরণা স্থল’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে দিল্লিতে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা প্রয়াত প্রধানমন্ত্রীর সম্মানে চালু করলেন অটল ক্যান্টিন।

রাজধানী শহরের ১০০টি জায়গায় পাঁচ টাকার বিনিময়ে পাওয়া যাবে ভাত, ডাল, রুটি, সব্জি, আচার। এদিন এরকম ৪৫ টি ক্যান্টিন আরম্ভ হয় এরপর আরও ৫৫টি ক্যান্টিন আরম্ভ হবে।

এই ক্যান্টিন উদ্বোধন করে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, “সাধারণ মানুষের বেঁচে থাকতে প্রয়োজন হয় মূলত তিনটি বিষয়। ‘রোটি, কাপড়া ঔর মকান’। কাপড় ও বাসস্থান তো দূর, দেশের প্রচুর মানুষ দু’বেলা দু’মুঠো ভাতের ব্যবস্থা করতে গিয়েই হিমশিম খায়। এই কারণেই আমাদের এই উদ্যোগ।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code