বন্ধ হয়ে যাচ্ছে কোচবিহারের বিমান পরিষেবা!
বন্ধ হয়ে যাচ্ছে কোচবিহারের বিমান পরিষেবা। এমনটাই খবর। জানা যাচ্ছে সংশ্লিষ্ট বিমান সংস্থা ইতিমধ্যে চিঠি দিয়েছে। আগামী ২৬শে জানুয়ারি থেকে বিমান পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তাঁরা।
তবে বিভিন্ন সূত্র জানাচ্ছে, ৩১ জানুয়ারি ২০২৬ থেকে ফ্লাইট বন্ধ হয়ে যাচ্ছে। কোচবিহার–কলকাতা রুটে ফ্লাইট চালানো বন্ধ করবে IndiaOne Air। ফলে ২০২৬ সালের ফেব্রুয়ারির পরে কোচবিহার থেকে নিয়মিত বিমান পরিষেবা বন্ধ হতে পারে।
দীর্ঘ টালবাহানার পর কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ২০২৩ সাল থেকে বিমান পরিষেবা শুরু হয় কোচবিহারে। ৯ আসন বিশিষ্ট একটি বিমান কোচবিহার থেকে কলকাতা রুটে যাতায়াত করে। এটাই ছিল বহু বছর পর কোচবিহারের প্রথম স্থায়ী বাণিজ্যিক বিমান পরিষেবা। এবার সেই পরিষেবাও বন্ধের পথে। ফলে ফের নিয়মিত বিমান পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে।
জানা যায়, কোচবিহার বিমানবন্দরের সূচনা হয় রাজবংশের আমলে। কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ তখন আধুনিক যোগাযোগব্যবস্থার দিকে গুরুত্ব দিচ্ছিলেন। রাজবাড়ির অতিথি-পরিবহণ, প্রশাসনিক কাজ এবং জরুরি যাতায়াতের জন্য ছোট বিমান নামানোর প্রয়োজন থেকে একটি ছোট এয়ারস্ট্রিপ তৈরি হয়। ভারত স্বাধীন হওয়ার পর বিমানবন্দরটি ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রকের অধীনে আসে। এ সময় এটি মূলত চার্টার্ড ফ্লাইট, ট্রেনিং, এবং সরকারি জরুরি কাজে ব্যবহৃত হতো। ১৯৮০–৯০ দশকে অল্প সময়ের জন্য বিমান পরিষেবা পায় কোচবিহার। যাত্রীসংখ্যা কম, রানওয়ে ছোট, এবং বাণিজ্যিকভাবে লাভজনক না হওয়ায় পরিষেবা বারবার বন্ধ হয়ে যায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊