অশোকনগর রবীন্দ্র সংঘে জমজমাট সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিশেষ আকর্ষণ ৭৫তম বর্ষ উদ্যাপন
অশোকনগর রবীন্দ্র সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা। প্রতিবছরের মতো এ বছরও ক্লাবের পক্ষ থেকে এই অনুষ্ঠান আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণ করেন বিভিন্ন বয়সের প্রতিযোগীরা। সাংস্কৃতিক চর্চা ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
এ বছরের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল নানা বিভাগের প্রতিযোগিতা। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল আবৃত্তি, নৃত্য, বসে আঁকো এবং সংগীত প্রতিযোগিতা। শিশু থেকে শুরু করে কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীরা নিজেদের প্রতিভা তুলে ধরেন মঞ্চে। প্রতিটি বিভাগেই অংশগ্রহণকারীদের উৎসাহ ও দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
তবে এ বছরের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল অশোকনগর রবীন্দ্র সংঘের ৭৫তম বর্ষ উদ্যাপন। এই উপলক্ষে ক্লাবের যেসব সদস্য ও সদস্যার বয়স ৭৫ বছর পূর্ণ হয়েছে, তাঁদের বিশেষভাবে সম্মাননা জানানো হয়। দীর্ঘদিন ধরে ক্লাবের সঙ্গে যুক্ত থেকে সমাজ ও সংস্কৃতির বিকাশে যাঁরা অবদান রেখেছেন, তাঁদের এই সম্মাননা অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
অনুষ্ঠান প্রসঙ্গে ক্লাবের সভাপতি অসীম কর বলেন, “সুস্থ সমাজ গড়ে তুলতে সাংস্কৃতিক চেতনার বিকল্প নেই। সংস্কৃতি ছাড়া সমাজের প্রকৃত উন্নতি সম্ভব নয়। সেই ভাবনা থেকেই প্রতি বছর আমরা এই ধরনের আয়োজন করে থাকি।” তিনি আরও জানান, ভবিষ্যতেও সমাজের সব স্তরের মানুষকে যুক্ত করে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে ক্লাবের।
সমগ্র অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। অশোকনগর রবীন্দ্র সংঘের এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে প্রশংসা কুড়িয়েছে এবং সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊