শাহিদ আফ্রিদির সঙ্গে সম্পর্কের দাবি, এবার আফগান ক্রিকেটারকে বিয়ে? ফেব্রুয়ারি ২০২৬-এ অরশি খানের বিয়ে নিয়ে জল্পনা
বিগ বস খ্যাত টেলিভিশন তারকা অরশি খান আবারও আলোচনায়। শোনা যাচ্ছে, তিনি আফগানিস্তানের ক্রিকেটার আফতাব আলমকে বিয়ে করতে চলেছেন। বিনোদন ও ক্রিকেট মহলে গুঞ্জন, দুজনের সম্পর্ক এখন অনেকটাই গভীর হয়েছে এবং তাঁরা নাকি দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিয়ে ভাবছেন।
আজতকের রিপোর্ট অনুযায়ী, অরশি ও আফতাব একসঙ্গে অনেকটা সময় কাটাচ্ছেন। তাঁদের ঘনিষ্ঠতা বেড়ে যাওয়ায় ধারণা করা হচ্ছে, আগামী বছরের শুরুতেই বাগদান ও বিয়ে হতে পারে। ফেব্রুয়ারি ২০২৬-এ বিয়ের সম্ভাবনা নিয়েই এখন জোর আলোচনা চলছে। যদিও এখনও পর্যন্ত অরশি বা আফতাব কেউই প্রকাশ্যে সম্পর্ক নিয়ে মন্তব্য করেননি।
অরশি খান এর আগে পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদির সঙ্গে সম্পর্কের দাবি করেছিলেন। বিগ বসে প্রবেশের সময় তিনি আফ্রিদিকে ‘মেহবুব’ বলে উল্লেখ করেছিলেন। তবে এবার তাঁর নাম জড়াচ্ছে আফগান ফাস্ট বোলার আফতাব আলমের সঙ্গে।
আফতাব আলম ১৯৯২ সালে নঙ্গরহার, আফগানিস্তানে জন্মগ্রহণ করেন। ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে দক্ষ এই ক্রিকেটার আফগানিস্তানের হয়ে একাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তাঁর ঝুলিতে রয়েছে ২৪টি ওয়ানডে ম্যাচে ৩৭ উইকেট এবং ১২টি টি-টোয়েন্টি ম্যাচে ১১ উইকেট। ২০১৫ ও ২০১৯ সালের বিশ্বকাপেও তিনি আফগানিস্তানের স্কোয়াডে ছিলেন। তবে ২০১৯ বিশ্বকাপ চলাকালীন শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে দেশে ফেরত পাঠানো হয় এবং পরে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়।
বর্তমানে আফতাব কোচিং ও ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ খুঁজছেন। অন্যদিকে অরশি টেলিভিশন, মডেলিং ও জনসমক্ষে সক্রিয় রয়েছেন। যদি এই বিয়ের খবর সত্যি হয়, তবে বিনোদন ও ক্রিকেট জগতের এক বহুল আলোচিত সেলিব্রিটি জুটি হিসেবে তাঁরা সামনে আসবেন।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊