Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভোট চুরি অভিযোগে উত্তাল রাজনীতি, রাহুল গান্ধীর 'H Files' ঘিরে পাল্টা আক্রমণ বিজেপির

ভোট চুরি অভিযোগে উত্তাল রাজনীতি, রাহুল গান্ধীর 'H Files' ঘিরে পাল্টা আক্রমণ বিজেপির

Rahul Gandhi H Files, Haryana vote fraud, BJP vs Congress, Kiren Rijiju reaction, Radhika Khera Sonia Gandhi jibe, fake voters Haryana, Brazilian model voter ID, Election Commission controversy, Gen Z politics India, Rahul Gandhi Colombia visit, BJP Congress clash, Haryana Assembly Election 2024, Rahul Gandhi press conference


নয়াদিল্লি | ৫ নভেম্বর ২০২৫:

হরিয়ানা বিধানসভা নির্বাচনে “ভোট চুরি”র অভিযোগ তুলে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংবাদিক সম্মেলন ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং রাধিকা খেরা পাল্টা আক্রমণ শানিয়েছেন রাহুলের বিরুদ্ধে।

রাহুল গান্ধী দাবি করেছেন, ২০২৪ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রায় ২৫ লক্ষ ভুয়ো ভোটার ব্যবহার করা হয়েছে। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে কাজ করেছে এবং ভোটে কারচুপি হয়েছে। তিনি বলেন, “হরিয়ানায় মোট ভোটারের সংখ্যা প্রায় ২ কোটি। এর মধ্যে ১২.৫% অর্থাৎ প্রতি ৮ জনে ১ জন ভোটার ভুয়ো।”

তিনি আরও দাবি করেন, এক ব্রাজিলিয়ান মডেলের ছবি ব্যবহার করে একাধিক বুথে ভোটার রেজিস্ট্রেশন হয়েছে। এই তথ্য তুলে ধরে তিনি বলেন, “Gen Z-কে এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে, কারণ তাদের ভবিষ্যৎ কেড়ে নেওয়া হচ্ছে।”

রাহুলের অভিযোগের জবাবে কিরেন রিজিজু বলেন, “বিহারে কিছু করার নেই বলেই হরিয়ানার প্রসঙ্গ তুলে মনোযোগ ঘোরানোর চেষ্টা করছেন রাহুল গান্ধী। তিনি বিদেশ থেকে কিছু ‘আইডিয়া’ এনে দলকে দিয়ে ‘ভুয়ো’ প্রেজেন্টেশন করান।”

রিজিজু আরও বলেন, “তিনি নির্বাচনের সময় বিদেশে যান, সংসদ চলাকালীন গোপনে কম্বোডিয়া, থাইল্যান্ডে যান। এবার বিহার নির্বাচনের সময় কলম্বিয়ায় গিয়েছেন। এসব করে তিনি শুধু সময় নষ্ট করছেন।”

তিনি রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘ভারত-বিরোধী শক্তির সঙ্গে যোগসাজশ’ থাকার অভিযোগও তোলেন এবং বলেন, “যে খেলা তিনি খেলছেন, তা কখনও সফল হয় না। দেশের যুব সমাজ বুদ্ধিমান, তারা প্রধানমন্ত্রী মোদির পাশে রয়েছে।”

রাহুল গান্ধীর ‘ব্রাজিলিয়ান মডেল’ মন্তব্যের পাল্টা জবাবে বিজেপি নেত্রী রাধিকা খেরা বলেন, “ভারতে একজন ‘ইতালিয়ান’ মহিলাও ভোট দিয়েছেন। তাঁর নাম জানেন?”— যা স্পষ্টতই সোনিয়া গান্ধীর দিকে ইঙ্গিত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code