Latest News

6/recent/ticker-posts

Ad Code

'২০০২-এর তথ্যের ভিত্তিতে কেন SIR?' নির্বাচন কমিশনের কাছে হলফনামা চাইলো আদালত

'২০০২-এর তথ্যের ভিত্তিতে কেন SIR?' নির্বাচন কমিশনের কাছে হলফনামা চাইলো আদালত

Highcourt on SIR


রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকায় নিবিড় সংশোধন, অর্থাৎ SIR। আর এই ভোটার তালিকায় নিবিড় সংশোধন, অর্থাৎ SIR নিয়ে একটি মামলায় কেন ২০০২ সালের তথ্যের ভিত্তিতে SIR হবে তা নিয়ে নির্বাচন কমিশনের কাছে হলফনামা চাইলো কলকাতা হাইকোর্ট। জানা যাচ্ছে, ২০০২ সালের তথ্যের ভিত্তিতে SIR হবে, কেন ২০২৫ সালের তথ্যের ভিত্তিতে হবে না, সেই মর্মে আদালতে সওয়াল করেন মামলাকারীর আইনজীবী। সেই মামলায় আগামী ১৯শে নভেম্বরের মধ্যে হলফনামা চাইলো আদালত।

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ এদিন এই নির্দেশ দেয়। আবেদনকারী জানান, এই যে SIR হচ্ছে, তা ২০০২ সালের তথ্যের ভিত্তিতে কেন হচ্ছে? কেন এই সিদ্ধান্ত গ্রহণ করল কমিশন। ২০০২ সালের তথ্য অনুযায়ী হবে, কেন ২০২৫ সালের তথ্যের ভিত্তিতে হবে না? নির্বাচন কমিশন স্পষ্ট জানায় ২০০২-এ শেষ বার SIR হয়েছিল তাই ২০০২-এর তথ্য ধরে SIR। মামলাকালীর বক্তব্য নিয়ে সংশয় প্রকাশ করে কমিশন। সেই বক্তব্যই লিখিত আকারে চেয়েছে কমিশন।

পাশাপাশি BLO-রা হুমকির মুখে পড়ছেন। আক্রান্ত হচ্ছেন। তাঁদের নিরাপত্তার দাবিও করা হয়। মামলাকারীর আইনজীবী বলেন, "আমাদের রাজ্যে এক অভূতপূর্ব পরিস্থিতি। নির্বাচন কমিশন বনাম রাজ্য সরকার। আর কোথাও এমন নেই। SIR শুরুর আগে BLO-দের উপর আক্রমণ হচ্ছে। কোনও নির্দেশিকা নেই। রাজ্য সরকারের পক্ষ থেকে আজ সময় চাওয়া হয়েছে। পর দিন থাকবেন ওঁরা। কিন্তু মূল কথা, ২০০২ সালের যে তথ্য, তা গৃহীত হবে কি হবে না, ২০২৫ সালের ভোটার তালিকা থেকে তথ্য় নেওয়া হবে কি না। এ নিয়ে হাইকোর্ট সিদ্ধান্ত নেবে।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code