সহকর্মীর ওপর হামলার প্রতিবাদে ও নিরাপত্তার দাবিতে বিক্ষোভ স্বাস্থ্যকর্মীদের
সহকর্মীর ওপর হামলার প্রতিবাদে পথে নামলো স্বাস্থ্য কর্মীরা। সোমবার কোচবিহার জেলার সিএমওএইচ অফিসে কমিউনিটি হেলথ স্টাফ, হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, কমিউনিটি হেলথ অফিসার ও আশা কর্মীরা এদিন বিক্ষোভ প্রদর্শন করে। সহকর্মীর হেনস্থার প্রতিবাদে ও কর্মক্ষেত্রে নিজেদের সুরক্ষার দাবি তোলেন তাঁরা।
বিক্ষোভকারীদের কাছ থেকে জানা যায়, বীরভূমের মহম্মদপুরে ৬১ বছর বয়সী এক স্বাস্থ্যকর্মীর ওপর হামলার ঘটনার প্রতিবাদে এই বিক্ষোভ প্রদর্শন করছেন তাঁরা। বীরভূমের মহম্মদপুরে ওই স্বাস্থ্যকর্মী ডিউটিরত অবস্থায় দুষ্কৃতিদের দ্বারা আক্রান্ত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। সেই ঘটনার প্রতিবাদে ও কর্মক্ষেত্রে সুরক্ষার বন্দোবস্ত করার দাবি তুলে সিএমওএইচকে ডেপুটেশন দেন তাঁরা।
তাঁদের কথায়, তাঁদের একদফা দাবি নিরাপত্তা। যেহেতু স্বাস্থ্য ক্ষেত্র, ইমার্জেন্সি বিভাগ, তাই সরকারি ছুটির দিনে অল্টারনেটিভ ডিউটি করতে হয়। সেক্ষেত্রে একজন স্টাফ অফিসে একাই ডিউটি পালন করে। আর সেই একাকীত্বের সুযোগ নিয়ে মহম্মদপুরের মতো বর্বোরোচিত ঘটনার সম্মুখীন হতে না হয় তাঁর পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার দাবি জানাচ্ছি আমরা। সঠিক পদক্ষেপ না হলে বৃহত্তর আন্দোলন ও কর্মবিরতির মতো পথে হাঁটবেন বলেও জানান তাঁরা।
বিক্ষোভকারীরা জানান, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত না হলে কাজ করা অসম্ভব হয়ে উঠবে। তাঁদের দাবি, দোষীদের দ্রুত গ্রেফতার এবং সমস্ত স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হোক। এক আন্দোলনকারী বলেন, “আমরা মানুষের সেবা করি, কিন্তু নিজেরাই যদি নিরাপদ না থাকি, তাহলে কীভাবে কাজ করব?”
অবস্থান বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারীরা CMOH দপ্তরে ডেপুটেশন জমা দেন। তাঁরা সতর্ক করেছেন, অবিলম্বে নিরাপত্তা ব্যবস্থা না নিলে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊