Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

Bjp


বিধানসভার ভোট যতই এগিয়ে আসছে, দিনহাটায় রাজনৈতিক উত্তেজনা ততোই বেড়ে চলেছে। বৃহস্পতিবার রাতে এক বিজেপি কর্মীকে মারধোরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দিনহাটা ২ নম্বর ব্লকের বামনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শিমুলবাড়ী এলাকায় বিজেপি কর্মী সুধাংশু রায়ের ওপর আক্রমনের অভিযোগ। সে জেলা বিজেপির কিষান মোর্চার সদস্য। বর্তমানে আহত অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তৃণমূলের তরফ থেকে অস্বীকার করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, বিজেপির জেলা কিষান মোর্চার সদস্য সুধাংশু রায়। এদিন রাতে দিনহাটা দুই নম্বর ব্লকের শিমুলবাড়ি বাজারে বসেছিলেন। অভিযোগ, হঠাৎ কতিপয় তৃণমূল কর্মী- সমর্থকদের সঙ্গে তার বচসা বাঁধে। এরপর তা নিয়ে ধস্তাধস্তি শুরু হয়। তৃণমূল কর্মীরা তাকে মারধোর করতে থাকে বলে অভিযোগ। ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। ওই অবস্থায় তাকে প্রথমে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরিস্থিতি অবনতি হওয়ায় প্রথমে তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে সেখান থেকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন চিকিৎসক। বর্তমানে তিনি সেখানে শয্যাশায়ী।

এ বিষয়ে বিজেপি কর্মী সুধাংশু রায়ের স্ত্রী অনিতা রায় বলেন, তার স্বামী বাজারে বসেছিলেন। তৃণমূলের লোকজন তার স্বামীর উপর চড়াও হয়ে তাকে মারধর করে। ফলে প্রচন্ড আহত অবস্থায় বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।

বিজেপির জেলা সম্পাদক বিরাজ বোস বলেন, তৃণমূলের পায়ের তলায় মাটি সরে গিয়েছে। তাইতো দিনহাটায় বিজেপি কর্মীদের ওপর নানাভাবে হেনস্থা করে চলেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি কর্মী সুধাংশু রায়কে এর আগেও থ্রেট দেওয়া হয়েছিল। এদিন তাকে মারধর করা হলো। বর্তমানে সে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

যদিও দিনহাটা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেন, সুধাংশু রায়কে কোন মারধর করা হয়নি। বাইকে করে বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন। হঠাৎই বাইক থেকে পড়ে গিয়ে আহত হয়। তৃণমূল কর্মীরাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে। অথচ এখন এটা নিয়ে রাজনীতি শুরু করেছে বিজেপি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code