সামরিক ছাউনিতে বাংলাদেশী যুবক গ্রেফতার: ভুয়ো পরিচয়পত্রের সন্দেহে শিলিগুড়িতে তোলপাড়
শিলিগুড়ি/বাগডোগরা: সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিলিগুড়ির বাগডোগরা এলাকায় একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা থেকে এক সন্দেহভাজন বাংলাদেশী যুবককে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। সামরিক কম্পাউন্ডে কর্মরত থাকা অবস্থায় ওই যুবকের কাছ থেকে বাংলাদেশী পরিচয়পত্র উদ্ধার হওয়ার পরই এই চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে আসে।
গ্রেফতার হওয়া যুবকের নাম নন্দ মণ্ডল। মিলিটারি ইন্টেলিজেন্সের (MI) দেওয়া তথ্যের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানার পুলিশ তাঁকে বাগডোগরার বেঙ্গডুবি আর্মি কম্পাউন্ড থেকে গ্রেফতার করে।
সূত্রের খবর, গত ১০ দিন যাবত নন্দ মণ্ডল সামরিক ছাউনির ভিতরে একটি বিল্ডিং নির্মাণ কাজের রাজমিস্ত্রির সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। গতকাল (নির্দিষ্ট তারিখ উল্লেখ নেই) বিকেলে ওই যুবকের আচরণে সেনা সদস্যদের সন্দেহ হয়। এরপরই তাঁর মোবাইল ফোন তল্লাশি করা হয়। তল্লাশিতে তাঁর মোবাইলে একটি বাংলাদেশী পরিচয়পত্র দেখতে পান আর্মি ইন্টেলিজেন্সের অফিসাররা। সঙ্গে সঙ্গে তাঁরা বাগডোগরা থানার পুলিশকে খবর দেন।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নন্দ মণ্ডল নিজেকে বাংলাদেশী নাগরিক বলে স্বীকার করেন। বাগডোগরা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বাংলাদেশের ঠিকানা হলো শ্রীনগর, মুন্সিগঞ্জ।
জিজ্ঞাসাবাদে ধৃত জানায়, সে ১৯৯০ সালে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। তখন থেকে সে জলপাইগুড়ি জেলায় বসবাস শুরু করে। বর্তমানে সে জলপাইগুড়ি জেলার ধাপগঞ্জে বসবাস করছিল।
ঘটনায় সবচেয়ে বড় প্রশ্নটি উঠেছে যখন জানা যায় যে ধৃত নন্দ মণ্ডলের কাছ থেকে ভারতের ভোটার কার্ডও উদ্ধার করা হয়েছে। একজন অবৈধ বাংলাদেশী নাগরিক কীভাবে এত বছর ধরে ভারতে বসবাস করার পাশাপাশি ভারতীয় সরকারি পরিচয়পত্র জোগাড় করলেন, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
বাগডোগরা থানার পুলিশ বর্তমানে খতিয়ে দেখছে যে উদ্ধার হওয়া ভারতের ভোটার কার্ডটি আসল নাকি নকল।
এই মুহূর্তে পুলিশ ঘটনার তদন্তের স্বার্থে নন্দ মণ্ডলের ধাপগঞ্জের বাড়িতেও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।বাগডোগরা থানার পুলিশ ধৃত নন্দ মণ্ডলকে শিলিগুড়ি আদালতে পেশ করেছে। আদালত ধৃতের পুলিশ হেফাজত মঞ্জুর করলে, এই দীর্ঘ সময়ের অবৈধ অনুপ্রবেশ এবং সরকারি পরিচয়পত্র তৈরির পেছনে কোনো বড় চক্রের যোগ রয়েছে কিনা, তা নিয়ে বিস্তারিত তদন্ত করা হবে। সেনাবাহিনীর স্পর্শকাতর এলাকায় তাঁর প্রবেশ নিয়েও কঠোর নজরদারি শুরু হয়েছে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊