জাতীয় অনূর্ধ্ব-১৫ দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন অর্শিয়া দাস
ত্রিপুরার আন্তর্জাতিক মাস্টার অর্শিয়া দাস ভারতের জাতীয় অনূর্ধ্ব-১৫ দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশের গর্ব হয়ে উঠেছেন। গাজিয়াবাদে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। অর্শিয়া শুরু থেকেই ধারাবাহিকভাবে প্রতিপক্ষদের পরাস্ত করে প্রতিযোগিতার শেষ রাউন্ডেও জয় ছিনিয়ে নেন। তাঁর এই পারফরম্যান্স দাবা জগতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
চ্যাম্পিয়ন হওয়ার ফলে অর্শিয়া পেয়েছেন একটি সম্মানজনক ট্রফি এবং ₹৯০,০০০ টাকার নগদ পুরস্কার। তবে এর থেকেও বড় অর্জন হলো—তিনি বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ, এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপ এবং কমনওয়েলথ দাবা প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করার ছাড়পত্র অর্জন করেছেন। এই আন্তর্জাতিক সুযোগ তাঁর কেরিয়ারে এক নতুন অধ্যায় শুরু করবে।
অর্শিয়া তাঁর সাফল্যের কৃতিত্ব দিয়েছেন কোচ, পরিবার এবং ত্রিপুরার ক্রীড়া পরিবেশকে। তিনি জানিয়েছেন, “এই জয় শুধু আমার নয়, এটি ত্রিপুরার প্রতিটি ক্রীড়াপ্রেমীর জয়।” তাঁর এই সাফল্যে রাজ্যজুড়ে আনন্দের আবহ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ক্রীড়া সংস্থাগুলি তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন এবং ভবিষ্যতের জন্য উৎসাহ দিয়েছেন।
ত্রিপুরা থেকে জাতীয় স্তরে এমন সাফল্য বিরল। তিন দশক আগে ফিদে মাস্টার প্রসেনজিৎ দত্ত জাতীয় অনূর্ধ্ব-১৫ দাবা প্রতিযোগিতায় জয়ী হয়েছিলেন। অর্শিয়ার জয় সেই ঐতিহাসিক মুহূর্তকে পুনরুজ্জীবিত করেছে এবং রাজ্যের দাবা খেলাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊