Latest News

6/recent/ticker-posts

Ad Code

Toto registration: ঘরে বসেই করে নিন টোটোর রেজিস্ট্রেশন, কীভাবে? খরচ কত? জানুন বিশদে

Toto registration: রাজ্যজুড়ে টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, অনলাইনেই মিলবে নম্বর ও QR স্টিকার

Toto registration, West Bengal Toto, online Toto registration, RTO guidelines, parivahan portal, TTEN WB IN, Toto QR code, Toto subsidy, Toto insurance, Toto fitness certificate, West Bengal transport department, illegal Toto crackdown, Toto registration fee, Toto renewal process, Toto owner documents, Toto registration deadline, November 30 registration, Toto registration steps, Toto registration portal, Bengal transport news


সংবাদ একলব্য | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫

পশ্চিমবঙ্গে বেআইনি টোটো চলাচল রুখতে এবার কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। পরিবহণ দপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের প্রতিটি টোটোকে নির্দিষ্ট RTO অফিস বা অনলাইন পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক করা হয়েছে। এই উদ্যোগের ফলে মালিকরা সরকারি সুবিধা যেমন সাবসিডি, ব্যাটারি পরিবর্তন প্রকল্প এবং দুর্ঘটনা বিমার সুবিধা পাবেন।

রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় নথি:

  • টোটো কেনার বিক্রয় বিল বা ইনভয়েস
  • মালিকের ভোটার কার্ড বা আধার কার্ড
  • ঠিকানার প্রমাণ (বিদ্যুৎ বিল)
  • তিনটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি

রেজিস্ট্রেশন পদ্ধতি:

১. প্রথমে TTEN WB IN পোর্টালে গিয়ে Apply for TTEN Now অপশনে ক্লিক করতে হবে
২. মোবাইল নম্বর দিয়ে OTP ভেরিফাই করতে হবে
৩. আধার নম্বর দিয়ে দ্বিতীয়বার OTP ভেরিফিকেশন
৪. নাম, ঠিকানা ও ফটো অটো-ফিল হবে
৫. টোটোর কোম্পানি, রং, মোটর নম্বর, ডিলারের নাম ও ঠিকানা দিতে হবে
৬. বিক্রয় রশিদ আপলোড করে ফাইনাল সাবমিট করতে হবে
৭. নির্দিষ্ট ফি অনলাইনে পেমেন্ট করলে রেজিস্ট্রেশন নম্বর পাওয়া যাবে
৮. সাত দিনের মধ্যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট মিলবে
৯. প্রতিটি টোটোকে ইউনিক QR কোড স্টিকার দেওয়া হবে, যা স্ক্যান করে মালিক ও যানবাহনের তথ্য জানা যাবে

রেজিস্ট্রেশনের খরচ:

  • এক বছরের রিনিউয়াল সহ মোট খরচ: ₹1740
  • রেজিস্ট্রেশন + ১৮ মাসের রিনিউয়াল ফি: ₹2940
  • অনলাইনেই পেমেন্ট করতে হবে

সময়সীমা:

আগামী ৩০ নভেম্বরের মধ্যে রাজ্যের প্রতিটি টোটোর রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর নম্বর প্লেট ছাড়া টোটো চালানো যাবে না। কোনও সমস্যা হলে স্থানীয় RTO অফিসে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে পরিবহণ দপ্তর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code