Latest News

6/recent/ticker-posts

Ad Code

শ্রীশ্রীনগেন্দ্র মঠ থেকে প্রকাশিত পকেট সংস্করণ : 'অষ্টোত্তরশত অমৃতময় বাণী'

শ্রীশ্রীনগেন্দ্র মঠ থেকে প্রকাশিত পকেট সংস্করণ : 'অষ্টোত্তরশত অমৃতময় বাণী'

শ্রীশ্রীনগেন্দ্র মঠ থেকে প্রকাশিত পকেট সংস্করণ : 'অষ্টোত্তরশত অমৃতময় বাণী'


-শিবানী ভট্টাচার্য বন্দ্যোপাধ্যায়

এক সময় ছিলেন বলুহাটি ব্ৰাহ্মসমাজের আচার্য। পরে তিনিই হয়ে উঠেন সনাতন ধর্মের প্রচারক, যোগ-ভক্তি মার্গের সিদ্ধসাধক। ইংরেজি, বাংলা, সংস্কৃত, ল্যাতিন, গ্ৰীক, হিন্দী, ফার্সি, আরবি প্রভৃতি আটটি ভাষায় সুপণ্ডিত মহর্ষি নগেন্দ্রনাথের মহাজীবনে তাই নানা ধারা।

পরমহংস যোগানন্দ তাঁকে অভিহিত করেছেন "ভাদুড়ী" মহাশয় হিসেবে। পরমহংস যোগানন্দের লিখিত পৃথিবী বিখ্যাত গ্রন্থ 'Autobiography of a Yogi'-র সপ্তম অধ্যায়ের 'The Levitating Saint' তিনিই। সনন্দলাল ঘোষের লিখিত ‘Mejda' গ্রন্থের

‘SAINT PSEUDO AND TRUE' অংশেও পরমহংস নগেন্দ্রনাথ ভাদুড়ীর সশ্রদ্ধ উল্লেখ আছে। ১৮৮১ সালে মহর্ষি নগেন্দ্রনাথের সাক্ষাৎ হয় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে। ‘COMPANIONS

AND FOLLOWERS OF RAMAKRISHNA' গ্রন্থটিতে এই সাক্ষাতের এবং পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথ ভাদুড়ীর জীবনের সংক্ষিপ্ত বর্ণনা আছে।

মহর্ষি নগেন্দ্রনাথের প্রতিষ্ঠিত 'সত্যপ্রদীপ' পত্রিকায় মহর্ষিদেবের মানসপুত্র এবং শ্রীশ্রীনগেন্দ্র মঠের প্রথম মহান্ত শ্রীমৎ ধ্যানপ্রকাশ ব্রহ্মচারী মহারাজের সম্পাদনায় ১৩৪৫ সালের গুরু পূর্ণিমা থেকে ১৩৫১ সালের আশ্বিন পর্যন্ত মহর্ষিদেবের উপদেশামৃত প্রকাশিত হতে থাকে। পরবর্তীকালে শ্রীশ্রীনগেন্দ্র মঠের দ্বিতীয় মহান্ত শ্রীমৎ ভক্তিপ্রকাশ ব্রহ্মচারী বিপুল পরিশ্রম করে পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথের উপদেশামৃত সংকলন করেন। প্রকাশিত হয় 'শ্রীশ্রীনগেন্দ্র উপদেশামৃত'। এই 'শ্রীশ্রীনগেন্দ্র উপদেশামৃত'-র দ্বিতীয় খণ্ড থেকে ১০৮ টি বাণী সংকলন করে তা 'অষ্টোত্তরশত অমৃতময় বাণী' হিসেবে পকেট সংস্করণে প্রকাশ করেন শ্রীশ্রীনগেন্দ্র মঠের প্রয়াত আচার্য ড. রঘুপতি মুখোপাধ্যায়। এই পকেট সংস্করণটির প্রথম প্রকাশ ঘটে ২০১৭ সালের ৯ জুলাই। এটি শ্রীশ্রীনগেন্দ্র মঠ, ২বি, রামমোহন রায় রোড, কলকাতা - ৯ থেকে পুনর্মুদ্রিত হয় ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর।

আত্মোপলব্ধিকে যাঁরা জীবনের উদ্দেশ্য বলে মনে করেন - তাঁদের জীবনের পথ চলার ক্ষেত্রে পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথের উপদেশ ও প্রত্যক্ষ অনুভূতি সম্বলিত বাণীর এই পকেট সংস্করণটি পথনির্দেশক হিসেবে চিহ্নিত হতে পারে। ৬০ পৃষ্ঠার এই পকেট সংস্করণটির জন্য নির্দিষ্ট অনুদান - ৩০ টাকা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code